আমার বুক পকেটে রাখা সেই চিঠিটা আজ খুব ঝাপসা হয়ে গেছে তুমি পড়তে পারবেনা। এখানে কোন হয়তো’ কিন্তু কিংবা যদি বলে কিছু এমন নেই অস্ফুট বলে কোন উচ্চারণের কথা নেই অশ্রুর জলে শোভা নীল চিঠি বলা হয়নি, কালান্তর যত্ন করে রাখা ভালবাসার ছত্রাক জমে গন্ধ বাস্না ধোয়াশা পৃষ্ঠার চিঠি না বৃষ্টিতে খাম ভেজা স্যাঁতস্যাতে কোন চিঠি না কোন ছবি আঁকা, পাহাড় আর ঝিরির গোপন কথা আকাশী নীলাম্বরীর- কিছু নেই কিছু নেই পুরোটা অধ্যায় ঝাপসা হয়ে আছে যেখানে নদীর জলও ভেজা থাকেনা, তাই বালিঝড়ের ঝাপসা সময় সেই চিঠিটায়। তুমি কিছুতেই পড়তে পারবেনা। যদি ডেকে বলো পড়ে শোনাও’ এতো ঝাপসা আমি দেখতে পারছিনা’’- আমি কি করি বলো তখন! সেই বালিঝড়ে, আমিও কি দেখতে পাবো তোমাকে? জীবনতো একটা চিঠির পৃষ্ঠা, জীবনইতো! মানুষের মতো প্রাণ তার। চিঠির মতো ঝাপসা ধুসর অদৃশ্য কথা-লেখা পড়া শেষ-অধ্যায় শেষ আবার হয়তো নতুন অন্য একটি চিঠি... ---------------------------------------------- সাকিব আদনান ২৭ শ্রাবণ ১৪২১ ঢাকা
Make sure you enter the(*)required information