রঙ পৃথিবীর সব মাটি ঘাস পাতা দেখতে অবিকল একই রকম একই কন্ঠে একজন ডাকে অন্যজনের শব্দে শোনা যায় অনুরুপ অহংকারে, অভিযোগে একটা চেনা রুপ আসে যায় অলিন্দে নটবর আকার বুঝে অঙ্গে অঙ্গে; একই রকম বুঝি মানুষ হয় কখনো? প্রেমের নেরুদা ভর করে আসে নীলকন্ঠ জয়ের কথায় আবার পাবলো হয়ে সুযোগ খুঁজে বাহার আহমেদ গলা চড়ায় বিপ্লবী প্রেমিক হবার; কথা থাক- কথাই থাক একই রকম কথা থাক, একটা প্রতিজ্ঞা? ভাঙ্গাও ওই একটা শব্দে আর একটা ভুল। দিনশেষে অবিকল একইরকম হুড়োহুড়ি - ভোলাভুলি - ছাড়াছাড়ি; সন্ধিক্ষণ একই ব্যাপ্তি ছড়ায় চরিতজনের প্রিয় মুখ চেনা আর অচেনা এবং শত্রুমুখ মুখোশে ঢাকা সাক্ষাৎ-দেখা একদিন থেকে আবার দেখার অপেক্ষা বছর পাঁচেক কিংবা হোক বিশকুড়ি সময়ের সাধঘুড়ি সব থুত্থুরে বুড়ি এবার বলোতো মিল ছাড়া কতোটা অচেনা থাকতে পারি! ক্যাম্পো মার্জিও নাহয় পিয়াজ্জা ডি স্পাগ্না রোমের বুকে ঘুমিয়ে গেলেও জেগে থাকে কালীঘাট-কোলকাতা আর প্রেসিডেন্সি বোর্ডিং নাহয় বেচু চ্যাটার্জী স্ট্রীট, হেঁটে চলা পথ তবুও- গড়ায় মন ঘুর ঘুর ছন্দ পুড়ে কে যেনো আশ্বিন পূর্ণিমার রাতে উঠোনে থেকেও আজীবন ঘর ছাড়ে; কার খোঁজে একদিন কে চলে আসে! বলোতো দেখি তোমার আমার কতোটা মিল? এইটুকু দূরে আছি আর কতোটাইবা কাছে? ------------------------------------------ আদনান সাকিব ১৯ আষাঢ় ১৪২১, ঢাকা।
Make sure you enter the(*)required information