প্রকৃতির বুকে মুসাফির দলখুঁজে ফিরে ধ্যান-ভূম,শামের অবয়ব সুফি সাধনারহররোজ মরশুম।খুঁজে ফিরে পায় মুসাফিরগণএক নয়নাভিরাম-টিলাময় ভূমে সবুজের ভাঁজ,স্বর্গীয় ধরাধাম।পূতাত্মার খোশ হিয়া দোলেজিকরে খোদার সুরে,জাগে অনুরণন আরশে,পরশ মোহাম্মদী নূরে।চেনা-অচেনা পক্ষীকূল-জীবকূল পায় আশ্রম-অভয়,দিকহারা মানব খুঁজে পায়হেথা -গণমানবের আশ্রয়।প্রকৃতি এ -কী লীলা!এ -যেন স্বর্গপুর!বৃক্ষ-ফুল-ফল, সুপেয় জল,জীব-বৈচিত্রে ভরপুর!ইহলোকে পেয়ে স্বার্থক হয়তৃষিত-জীবন শিল্পী-কবির,প্রকৃতির সুধা বহমান সদাস্বর্গীয় ভূমি চুনতির।
Make sure you enter the(*)required information