যতই থাকুক নারী পুরুষ যোগ্যতা সমান,পুরুষ মানুষ ই পরিবার প্রধান।।এটা মহান আল্লাহর বিধান। যাপিত জীবনে সংসার জীবন কেউ কারো সমকক্ষ নন।পরিবারে দুজনের থাকে সমান অবদান।।পুরুষ মানে , সকালের মিষ্টি ঘুমের আয়েশ ছেড়ে ছুটে চলা অফিস পান।পুরুষ মানে, তপ্ত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে করেন নানান চারা রোপণ ক্ষেতে খামারে চাষ ধান।।পুরুষ মানে, ঘর ছেড়ে বেরিয়ে যান যতই আসুক ঝড় তুফান।পুরুষ মানে, সদা চিন্তা ভাবনা কি করে রাখা যায় আরো বেশি ভালো পরিবার পরিজন সন্তান।।পুরুষ মানে, নিজে না খেয়ে ভালো খাবারটা পড়ুক পাতে তার সন্তান এটাই চান।পুরুষ মানে, যা কিছু প্রয়োজন পরিবারের করেন আবদার পূরণ।।পুরুষ মানে, এইতো বেশ আছি পরিবার ভালো থাকলেই তাদের ভালো থাকা সদা ভাবটা এমন।পুরুষ মানে, খোঁজ খবর রাখা কার কি প্রয়োজন।।পুরুষ মানে, বর্ষার ঝুম ঝুম বৃষ্টিতে কাঁথা মুড়ি আরামে ঘুম যেন তাঁর জন্য হারাম।পুরুষ মানে, সদা চিন্তা কি করে পরিবারের সব অভাব করা যায় মোচন।।পুরুষ মানে, জীবনের প্রয়োজনে জীবিকার তাগিদে ছুটে চলা অবিরাম। পুরুষ মানে, ক্লান্তিহীন জীবন সংগ্রাম ।।পুরুষ মানে, কঠোর পরিশ্রম ঝরিয়ে গায়ের ঘাম।পুরুষ মানে, সবাইকে ভালো রাখা নিজ পরিবার সন্তান মা,বাবা,ভাই,বোন।।পুরুষ মানে, নিজের কষ্টের কথা অসুস্থতার খবর রাখা গোপন। পাছে জানতে পারেন যদি প্রিয়জন, তবে ভেঙ্গে পড়বে তাঁর মন।।পুরুষ মানে, হোক শত নিজের কষ্ট তবু পরিবার আমার অনেক ভালো থাকুন।পুরুষ মানে, জীবিকার তাগিদে প্রস্তুত সদা মানিয়ে চলা জীবন যখন যেমন।।খাতুন রওনক আফযা (রুনা)১০/৪/২০২২
Make sure you enter the(*)required information