আমরা সৃষ্টির সেরা জীব মানুষ জাতি।তবু কেন এতো লোভ হিংসা বিদ্বেষ অহংকার মনে পুষে রাখি?অতি মুনাফার লোভে পড়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্য মূল্যের ঊর্ধগতি !,হায়রে নিয়তি! প্রতি রমজান মাসে একিই চিত্র , এ আর নতুন কি?সবার কি কিনে খাওয়ার সামর্থ্য থাকে? কে কার খবর রাখি।যদি না খেয়ে থাকেন প্রতিবেশী ,তবে নিজেরা খেয়ে আসল তৃপ্তি পাওয়া যায় কি?আত্মশুদ্ধির শ্রেষ্ঠ মাস মাহে রমজান।অথচ আমরা এ মাসেই বাড়িয়ে দিই দৈনন্দিন চাহিদার ভোগ্যপণ্যের দাম। হলো কি তবে আর প্রদর্শন সংযম ?উত্তম সম্মান পেল কি মাহে রমজান?সৃষ্টির সেরা জীব আমরা মানবজাতি, মানুষ হবো আর কখন? ধনীদের সম্পদের পাহাড় ,অথচ আমাদের চারপাশে জোটে না অনেকের এক বেলা নুন ভাত আহার। এ কেমন বিচার? দান সদকা নয় , বরং এটা অপেক্ষাকৃত আর্থিক সহজাত অধিকার।সম্পদের পরিমাণ আছে বেশি যার।হক আদায়ের মাধ্যমে প্রাপ্য সম্মান আত্বীয় স্বজন প্রতিবেশী , নেই চলতে পারার মতো সামর্থ্য পর্যাপ্ত পরিমাণে যাদের । আত্মশুদ্ধির মাধ্যমে জাগ্ৰত হোক আমাদের সকলের বিবেকের। জয় হোক মানবতার বোধ উদয় হোক উপলব্ধির।।খাতুন রওনক আফযা (রুনা)৫/৪/২০২২
Make sure you enter the(*)required information