আহলান সাহলানমাহে রামাদান।বছর ঘুরে এলো আবার রহমত,মাগফিরাত ,নাজাতের মাস মাহে রামাদান।।মোরা গুনাহগার বান্দা জেনে না জেনে করেছি পাপ পাহাড় সমান।তুমি মোদের ক্ষমা করো হে রহিম রহমান।। যেন হতে পারি মোরা তোমার প্রিয় বান্দা,দয়ায় তোমার সফলকাম দু"জাহান।তুমিই দিতে পারো একমাত্র নানান রোগ ও মহামারী থেকে পুরো পৃথিবীকে পরিত্রাণ ।।দাও গো প্রভু মোদের গুনাহ মাফ করে তোমার বান্দাদের কল্যাণের তরে, উসিলা করে" মাহে রামাদান।"এই মাসেই তুমি নাযিল করেছো মোদের জন্য পূর্নাঙ্গ জীবন বিধান আল কুরআন।আল কুরআন তেলাওয়াত ও পাঠের মাধ্যমেই যেন গাইতে পারি তোমার গুণগান।।আহলান সাহলান মাহে রামাদান। সুস্থতার সাথে শক্তি দাও গো প্রভু তোমার হুকুম করতে পালন।মাহে রামাদানের উসিলায় ও বরকতে ফিরে পাক নতুন করে নতুন রূপে পৃথিবী স্বভাবিক রূপ তার। গুনাহগার বান্দা মোরা তুলি দুই হাত করি মোনাজাত তোমার দরবার।কবুল করো তুমি হে পরওয়ারদেগার।।
Make sure you enter the(*)required information