দুটি অক্ষরে একটি শব্দপরিচয় এইতো।কন্যা জায়া জননী বিশেষণ তাঁর আরো কতো।।তুমি কি কর? প্রশ্ন ছুড়ে মারে কেউ কেউ হয়তো!আমি গৃহিণী এটাই উত্তরপত্র স্বহাস্য।অন্য রকম অনুভুতি জাগে মনে তখন , ঘর ই আমার রাজ্য। এবং এটাই যেন অনিবার্য।।ঘরে বাইরে সবখানেই সমান বিচরণ তাঁর অথচ। কন্যা জায়া জননী আরো কতো কি বিশেষণে ভূষিত।নারী তুমি অনন্যা।তুমি আছো বলে এতো সুন্দর অপরূপ পৃথিবীটা।চলেনা তোমার সাথে অন্য কোন কিছুর তুলনা।তোমায় সৃষ্টি করেননি বিধাতা বৃথা।তুমি সন্তানদের জন্য মমতাময়ী মা।ভাইয়ের জন্য মায়া ।বোনের জন্য আদরমাখা ছোঁয়া।মা বাবার জন্য অফুরন্ত ভালোবাসার ছায়া। নারী তুমি সর্বজায়া।পরিবারের আস্থা।।সবখানে তোমার সমান পদচারণা।স্বামীর অনুপ্রেরণা।যুগে যুগে পৃথিবীর যা কিছু অর্জন ,তোমার ও ছিল সমান অবদান।তুমি স্বমহিমায় উজ্জ্বল সৃষ্টিকর্তার অনন্য অসাধারণ দান।।তোমায় ছাড়া কে কখন? পেয়েছে সুখের সন্ধান। তুমি যোগিয়েছ পুরুষ মানুষদের মনোবল শক্ত কর্মোদ্যম। তাইতো বিধাতা তোমায় বসিয়েছেন আসন সর্বোত্তম উচ্চাসন। তোমার পায়ের নিচেই যে সন্তানদের বেহেস্ত একথা লেখা আছে আল কোরআন। নারী তুমি ধন্য ।নারী হয়ে জন্ম নেওয়ার জন্য।। তোমার পৃথিবীতে তুমিই সেরা , নয় কোন পণ্য।। মেনে যার যার ধর্ম ,সব জায়গায় উম্মুক্ত তোমার জন্য ও ।রয়েছে স্বাধীনতা পূর্ন ।। যাও এগিয়ে মহিয়সি নারী তুমি পরিবার সমাজ তথা দেশের কল্যাণে অবদান রাখার জন্য।। খাতুন রওনক আফযা (রুনা )৮/৩/২০২২
Make sure you enter the(*)required information