"একুশ" আমার চেতনা ।"একুশ" আমার প্রেরণা ।"একুশ" আমার অহংকার। তোমায় বুকে ধারণ করে মায়ের ভাষায় ছাড়ি আমি হুংকার। ভাষার জন্য দিলেন যাঁরা প্রাণ রফিক ,বরকত,জব্বার , সালাম,নাম না জানা আরো কতো নাম।সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ সালাম।।এই ভাষাতেই প্রথম বুলি" মা " বলে কথা শিখি । ইচ্ছেমতো আঁকি ঝুকি বর্ণমালা লিখি।। বায়ান্নর একুশে ফেব্রুয়ারী ভাষার জন্য যারা প্রাণ দিলেন রক্ত দিলেন ,মায়ের মুখের মধুর ভাষার জন্যই তাঁরা শহীদ হলেন।।বৃথা যেতে দেবনা মোরা অমর শহীদদের রক্ত। আত্নত্যাগের বিনিময়ে "একুশ" মোদের দিয়ে গেছেন অনন্য অসাধারণ বর্ণমালা সব যত ।অ, আ ,ক ,খ আরো কতো।ম তে " মা " ব তে " বাবা " বোন , ভ তে " ভাই " প তে পরিবার দ তে " দেশ" আর কি চাই।প্রিয় প্রিয় বর্ণমালা যে আমার সবটাই।।মিশ্র ভাষা মোরা ব্যবহার করি যতো, আত্মা তোমাদের তখন কাঁদে হয়তো।যদি না চাই ক্ষমা মনে দুঃখ পাবে তোমরা সবাই জানি সেতো। দৃঢ় প্রত্যয় করি মোরা এই ভাবনায় রপ্ত ,মর্যাদা রাখবো মোরা একুশের বর্ণমালার যথাযথ।।ভাষার জন্য দিয়েছ যাঁরা প্রাণ পৃথিবী যতোদিন রবে স্মরণে থাকবে যুগে যুগে অমলিন অবিরত।প্রিয় বর্ণমালা অ ,আ, ক, খ আছো সব যতো, ঠিক এখন যেমন আছো, থেকো তেমন দিন অনাগত।যুগ থেকে যুগান্তরে প্রজন্ম থেকে প্রজন্ম।।
Make sure you enter the(*)required information