আল্লাহু আকবর আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত,পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত পুরো বিশ্ব।মুসকানের মতো প্রতিবাদী সাহসী একজন একাই যেন একশো।ইতিহাসের পাতায় পাতায় অমর হয়ে থাকবে তোমার জোরালো কন্ঠস্বরে ধ্বনিত এই বীরত্ব।যুগে যুগে পৃথিবীর সব দেশেই সব জাতিতে জন্ম নিক মালালা ইউসুফজাই, মুসকানদের মতোন নাম না জানা আরো অসংখ্য অপ্রতিরোধ্য। ধর্মের নামে কেন এতো অরুচিপূর্ণ মনোভাব সহিংস ?সেই আদি থেকে অন্ত ,সৃষ্টির সেরা জীব আমরা মানবজাতি অথচ।।পৃথিবীটা হোক আমাদের সবার সমান বাসযোগ্য।সম্প্রীতির বন্ধনে থেকে আবদ্ধ , মোরা মুসলিম, হিন্দু, খ্রীষ্টান, বৌদ্ধ।।বিশ্বায়নের এই যুগে মোরা হবো সুশিক্ষায় শিক্ষিত মানুষ আলোকিত। সুশিক্ষার আলো ছড়িয়ে পড়ুক পৃথিবীর প্রতিটি জনপদে যত আছে জনগোষ্ঠী সুবিধা বঞ্চিত অবহেলিত।।চাইনা ধর্মের নামে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ হউক কলুষিত।সব জাতির সমান অধিকার হোক প্রতিষ্ঠিত। মানুষের মৌলিক অধিকার থেকে হয় না যেন কেউ বঞ্চিত।চিকিৎসা, শিক্ষা, বাসস্থান,অন্ন,বস্ত্র।এ সব মৌলিক চাহিদা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের একজন নাগরিক হিসেবে অধিকারে তাঁর প্রাপ্য।ধর্ম যার যার উৎসব ও তাঁর , তবু কেন এতো তর্ক বিতর্কযদি মেনে চলি যে যার ধর্মের মূলমন্ত্র। সহিংসতা ছড়াবে না তবে তো ।।অন্ধকার যুগ পেরিয়ে এসে ও হতে পারলাম না মোরা মানুষ জাতি মানুষের মতো। পরিবর্তন আসেনি মোদের এখনো আচরণগত।চাইনা ধর্মের নামে কোন সহিংসতা উগ্ৰ। পৃথিবীময় মানুষে মানুষে বিভেদ এতোটাই উত্তেজিত, যা রূপ নেয় শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ । এভাবে আর কতো ? মোরা জ্ঞানবুদ্ধিসম্পন্ন মানুষ কখন হবো? নাকি বন্যপ্রাণীর মতো রবো? মুসকান তোমায় জানাই আন্তরিক অভিবাদন ও সালাম সশ্রদ্ধ । পৃথিবীর প্রতিটি ঘরে ঘরে জন্মায় যেন বীরকন্যা অপ্রতিরোধ্য তোমার মতো।। খাতুন রওনক আফযা (রুনা)১০/ ২/২০২২
Make sure you enter the(*)required information