কতো শতো গল্পকথা জমা পড়ে আছে মনের কোণে,তোমাকে যে আজো উঠেনি বলা হয়ে।।থাকনা, তা লুকিয়ে মনের মনে মণিকোঠায় গহীনে,কিছু ভালোবাসা, ভালোলাগা না হয় বন্দী থাকুক চোখের আড়ালে।।বুঝে নিও সেদিন না হয়, থাকবো না যখন আর এ ধরাতে।আসলে কি জানো?হঠাৎ হঠাৎ কেন জানি মন , করে আনচান হাতে হাত রেখে হাঁটি পাশাপাশি দুজন ।শুনতে মন চায় পাখির কলতান, বহতা নদীর পাড়ে বসি কিছুক্ষণ , প্রজাপতিরা মনের আনন্দে ঘুরে যেমন। আচ্ছা? তোমার কি হয় কখনো এমন? জানতে যে চায় খুব মন।ভাবছো তুমি হয়তো! কেন মিছেমিছি ভাবি অকারণ। আসবে সুসময় ঐ দূর অজানায় হারাবো দুজন।এ আমার কল্পনার জগতে নিজের সাথে কথোপকথন।হঠাৎ সম্বিত ফিরে পেলাম, হলো দিবাস্বপ্নের অবসান। দিন শেষে মাস যায়, মাস শেষে আসে বছর এভাবে চলতে চলতে সুখে দুঃখে কেটে গেলো একসাথে পথচলা তেইশটি বছর।কখনো বলা হয় না অথচ তোমাকে মনের সে কথন।অবেলায় আর না বলি ,যা রেখেছি জমা বলবো বলবো বলি।কল্পনার জগতে থাকি না হয় পড়ি! এসো" প্রিয় "সমুদ্রের মতো বিশাল মনের হই মোরা অধিকারী। সুখে দুঃখে একসাথে হাতে হাত রেখে আগামীর দিন সব দিই পাড়ি। যে কথা আজো তোমায় হয়নি কখনো বলা, ," তুমিই আমার প্রথম সকাল ,একাকী বিকেল, ক্লান্ত দুপুর, সন্ধ্যাবেলা,হোকনা কোন অবেলা ভাবতে পারিনা তোমায় ছাড়া। খাতুন রওনক আফযা ( রুনা)১০/১১/২০২১
Make sure you enter the(*)required information