যেখানে গেলে মিলে বিশুদ্ধ অক্সিজেন এর নির্যাস। সবুজের সমাহার তার চারপাশ।ভোরের প্রথম আলোতে আলোকিত হয় গ্ৰামের মেঠোপথ।কৃষক শ্রমিকের পদচারণায় মুখরিত হয়ে উঠে জনপদ।অপরূপ সুন্দর প্রকৃতি দেখতে লাগে বৃষ্টি স্নাত সকাল।নানান প্রজাতির মাছেদের জলকেলি সব ছোট বড় পুকুর ঘাট। বাংলার কৃষক সোনার ফসল আবাদ ও উৎপাদন করেন রোদে পুড়ে ,শীতের কনকনে শীতে, বৃষ্টিতে ভিজে সেই আবহমান কাল।যেথা গেলে দেখা মেলে নানান প্রজাতির টাটকা ফুল ফল।কোথায় গেলে দেখা পাবেন ? এমন সুন্দর দৃশ্য অপূর্ব তার।।মিলবে দেখা হয়তো অপার সৌন্দর্যের লীলাভূমি প্রিয় জন্মভূমি প্রিয় চুনতি " আপন নিবাস" যার। নতুন রূপে যাকে দেখি প্রতিবার।।অনেক অনেক প্রিয় নিজ নিজ জন্মভূমি তথা প্রিয় গ্ৰাম কাছে যার যার। বেশি দিন থাকা যায় না,তাকে না দেখে আবার। তার সাথে যে জড়িয়ে আছে নাড়ীর টান মা বাবার। অপেক্ষায় থাকি আবার কখন যাবো সেই সময়টার, ফেরার পর প্রতিবার।"প্রিয় আপন নিবাস" কখনো করোনা আমায় পর।তুমিই যে আমার অতি প্রিয় অতি আপন ঘর।।মন ভরে না থেকে জীবন জীবিকার প্রয়োজনে থাকা অন্যের ঘর ,ব্যস্ত শহর।।গ্ৰহন করবেনা তখন আর এই কংক্রিটের ব্যস্ত শহর,প্রয়োজন ফুরিয়ে যাবে যখন হয়তো একটা সময় পর।।ঠাঁই দিও আমায় তোমার নরম কোমল মাটিতে মৃত্যুর ও পর।যেখানে শুয়ে আছেন আমাদের প্রাণপ্রিয় পূর্বপুরুষগন পূর্বাপর।।খাতুন রওনক আফযা (রুনা)১৬/৮/২০২১
Make sure you enter the(*)required information