তুমি যাবে ভাই? যাবে মোর সাথে আমাদের ছায়া সুনিবিড় গাঁয়ে।যেথা গেলে সুশীতল ছায়া মিলে অপূর্ব সবুজ প্রকৃতির মাঝে।।মন ভরে যায় নতুন দিনের নতুন সূর্যের সোনালী আলোয় ভরা সকালের মিষ্টি রোদের সনে।চার দেয়ালের মাঝে থাকতে থাকতে খুব অসহায় মনে হয় নিজেকে নিজে যখনে,ছুটে যেতে মন চায় ঠিক তখনি প্রিয় গ্ৰামে।নিঃশ্বাস নিতে প্রাণভরে খোলা প্রান্তরে।।আচ্ছা বলতো! তোমার মাঝে কি এমন অদ্ভুত যাদু আছে? যা অন্য কোন খানে পাইনা খুঁজে সহজে ।যতই থাকিনা কেন আনন্দে আড্ডায় মেতে !কোথা গেলে খুঁজে পাওয়া যাবে?এমন অপরূপ দৃশ্য রাতের আকাশে !তারাদের ঝিকিমিকি জোনাকির আলোর সাথে গল্প খোশ মেজাজে মজে ?চাঁদের আলো ছড়িয়ে পড়ে শান বাঁধানো পুকুর ঘাটে।আধো আলো আধো অন্ধকার উঁকি দিয়ে গাছের ফাঁকে।জানি তুমি? এ শুধু সম্ভব আমার প্রিয় গ্ৰামে।প্রজাপতি, মৌমাছি মনের আনন্দে, উড়ে উড়ে ঘুরে বেড়ায় ফাগুনের ফুল বনে মধু আহরণে।কৃষান কৃষাণি ব্যস্ত থাকেন ভোর থেকে সন্ধ্যা অবধি ফসলের মাঠে ।। আনন্দে আত্মহারা হয়ে খুশীতে,গরম গরম ভাতের সাথে মোখরোচক ভর্তা ভাজি যদি আসেন অতিথি তুলে দেবেন পাতে।।সোনালী ফসল না হলে আসে কোথা থেকে? আমাদের মুখে তুলে দিতে,দুবেলা দুমুঠো খাবার যাচ্ছেন তাঁরা দিনরাত খেটে ।।দু'চোখ যতদূর যায় শুধু সবুজ আর সবুজে ভরে থাকে ক্ষেতে। চোখ জুড়িয়ে যায় দেখে আত্মতৃপ্তিতে।যাবে মোর সাথে?ভরপুর টাটকা শাকসবজি ফলমূল বিশুদ্ধ অক্সিজেনে অমৃত মনে হয় প্রাণ ভরে শ্বাস নিই যখনে। নানান পিঠা পুলি যার স্বাদ খাওয়ার পর ও থাকে মুখে লেগে।রইলো নিমন্ত্রন কথা দিলাম হবে আয়োজন বনভোজনের গিয়ে দূর পাহাড়ে । ভয় নেই যদিও নানান প্রজাতির প্রাণী চষে বেড়ায় তাদের অভয়ারণ্য উঁচু নিচু পাহাড়ের পাদদেশে। তারা মত্ত হয়ে ঘুরে বেড়ায় মনের আনন্দে যে যার মতো প্রকৃতিতে। তাদের ও তো সমান অধিকার বেঁচে থাকার অপরূপ সুন্দর এই পৃথিবীতে।।রইলো নিমন্ত্রণ এসো কিন্তু বন্ধু আমার প্রিয় গ্ৰামে। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি হাঁটতে হাঁটতে আনমনেকখনো স্নিগ্ধ সকাল কখনো রৌদ্রের খেলা ঝলমলে হঠাৎ কখনো মেঘের আলতো গর্জনে , কিংবা প্রিয় ঋতু বর্ষার ঝুমঝুম বৃষ্টির বর্ষণে।ভালো লাগাই মন ভরে যায় ফাগুনের আগমনী বার্তায় গাছে গাছে ফুলে ফলে থোকায় থোকায় আমের মুকুলের সুঘ্রাণে। এমন অপরূপ দৃশ্যর দেখা মেলে পৃথিবীর কোথায় গেলে?দেখতে পাবে সেতো অপূর্ব সবুজ প্রকৃতি, লাল মাটির ঘর পাহাড়ি জনপদে ,শিক্ষা প্রতিষ্ঠান সমূহে রয়েছে দু"শ বছরের ও অধিক সময়ের খ্যাতি , জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলে একসাথে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমার প্রিয় গ্ৰামে এলে।। খাতুন রওনক আফযা (রুনা)২৪/২/২০২২
Make sure you enter the(*)required information