নদী বয়ে চলে সেতো নীরবধি । কখনো শান্ত কখনো বা অশান্ত ঝড় ওঠে তুফান আসে যদি।জীবন ও যেন ঠিক তেমনি তার প্রতিচ্ছবি।চলার পথে বাঁকে বাঁকে আসে নানান বাঁধা বিপত্তি। চাওয়া পাওয়ার মাঝে হিসেব মিলাতে গিয়ে দেখি, শূন্যের কোটায় এই বুঝি জীবনের সমাপ্তি!!তবু স্বপ্ন দেখি ।আশায় বুক বাঁধি।নদী যেমন শান্ত হয়ে আসে ঝড় পরবর্তী,তেমনি যত আশা চাওয়া পাওয়া মিটবে চলমান জীবন তরী।।জোয়ার ভাটার আসা যাওয়ার খেলায় নদী যেমন মেতে থাকে নতুন গতিপথ বদলে,জীবনে ও চলতে চলতে কোন না কোন সময় মনের সাধ গুলো মিটবে তাই নেই আশা ছাড়তে। নদীতে তুফান এলে কূল ভেঙ্গে যায়যা সহজেই দেখা যায়।কূল ভাঙ্গা নদী আবার ফিরে পায় তার আপন স্বরুপ, বয়ে চলে নিজের মতোন স্বমহিমায়।তার কাছ থেকে পাওয়া যায় অনেক কিছুই যা জীবন চলার পথে অনুপ্রেরণা যোগায়।।মনের কথা বুঝতে পারেন যে জন , তাঁর কাছেই শুধু চাওয়া যায়। মনের যত চাওয়া পাওয়া তারে ছাড়া বুঝানোর নেই যে কোন উপায়। তিনিই যে কূল ভাঙ্গা নদীর মতন সাহসী হয়ে উঠতে সদা সাহায্য করেন আমায়। তাঁর কাছেই তো চাই বার বার তাই, তুমি ছাড়া কারো কাছে মুখাপেক্ষী নয়।যত আসুক ঝড় বাঁধা তুমি দিয়ো গো ঠাঁই তোমার রহমতের ছায়াতলে আশ্রয় হে প্রভু দয়াময়।।জীবন ও নদীর মতোই ।বাঁকে বাঁকে চলার পথে বয়ে চলেছে অবিরাম সময়। তবু থেমে নেই কোন কিছুই ,কেটে যায় দিন পাওয়া না পাওয়ার বেদনায়।। বেঁচে থাকি তো নিয়ে এই আশা ,অবশেষে হবে ইনশাআল্লাহ নদীর মতোন জীবনের ও জয়।। হবে হয়তো একদিন ,ধৈর্য্য ধারণ করতে হবে ততোদিন।।রোজ রোজ নতুন নতুন স্বপ্নে বিভোর হই রঙিন।মানুষের জীবনের প্রয়োজনে চাওয়া পাওয়া যে সীমাহীন।।নদী ! তুমি ও কি তেমন? স্বপ্ন কর বপন আমার মতোন।।খাতুন রওনক আফযা ( রুনা)৩০/১/২০২২
Make sure you enter the(*)required information