কি আশায় বাঁধি ঘর,মিছে বালুচর।দু'চোখ বুজলে সাথে সাথে সবকিছু পর। কিছু সময় হয়তো ঝরবে স্বজন হারানোর বেদনার নীল জল।। তারপর!এক বুক ব্যথা নিয়ে বুকে পাথর চাপা দিয়ে শেষ বিদায় জানিয়ে নতুন ঠিকানায় রেখে আসা অন্ধকার সাড়ে তিন হাত মাটির ঘর। দরজা জানালা বিহীন বদ্ধ ঘরের ভেতর।।সাধ্য নেই তখন চাইলে ও আর কেমন আছি নেওয়ার খবর।ধীরে ধীরে ভুলে থাকা ,স্বাভাবিক ও সবকিছু মানিয়ে নিতে চেষ্টা বার বার অতঃপর!চলে আসছে পৃথিবী সৃষ্টির পর থেকে এভাবেই আসা যাওয়ার মাধ্যমেই নিরন্তর। মিছে মায়ায় জড়ানো দুদিনের এই খেলাঘর।তবু কতো মোহ, মায়া,মমতা ,লোভ যতক্ষণ পর্যন্ত দেহে আছে প্রাণ মোর। বেমালুম ভুলে যাই আমি তো ক্ষণিকের অতিথি এক যাযাবর!ছেড়ে চলে যেতে হবে আমারো প্রিয় পরিবার ও তিলে তিলে গড়া সংসার।কি হবে গড়ে ? অট্টালিকা সম্পদ বাড়ি গাড়ি গয়না গড়ি।যাওয়ার বেলায় কিছুই যে, হবেনা মোর সাথী। তবু কেনো এতো এতো চাহিদা, আরো আরো কতো কি যতক্ষণ বেঁচে আছি?আসলে মন মানতে চায় কি? এসেছি হয়ে ক্ষনিকের অতিথি?একদিন যেতে হবে পরপারে সব ছেড়ে দিয়ে ফাঁকি, দুদিনের খেলাঘরের সব হিসেব চুকি। জীবনের প্রয়োজনে সব ভুলে ,ভালো থাকার গুণতে হয় অপেক্ষার প্রহর। এই বুঝি অস্থায়ী ঠিকানা খেলাঘর আসর। খাতুন রওনক আফযা (রুনা)২২/১২/২০২১
Make sure you enter the(*)required information