নির্দিষ্ট একটা সময়ক্রমের উপর প্রতিটা দিন ঘূর্ণায়মান।আশা, বিশ্বাস ,ভালোবাসা, বিশ্রাম সবমিলিয়ে সময়টা পরিপূর্ণ একটা গতবাধা দিন পূর্ণমান।তার উপরই আমাদের যাপিত জীবন দন্ডায়মান।।নিকষ কালো অন্ধকার রাত্রি কাটিয়ে, নিয়ে এক বুক "আশা" উঠে ভোরের শুভ্র আলো নতুন দিনের সূর্য। সময়ের সাথে সাথে তাল মিলিয়ে সকালের মিষ্টি রোদের খেলা শুরু হয়ে গড়ায় দুপুর পর্যন্ত,আবার মনে যোগায় "বিশ্বাস" দৃঢ়।দুপুর গড়িয়ে ক্লান্ত বিকেলের পর সন্ধ্যা নামে পরিপূর্ণ "ভালোবাসা " পরিবারের টানে হয়ে আত্বতৃপ্ত। দিনশেষে অক্লান্ত পরিশ্রমের পর" বিশ্রাম" সময়ের পরিক্রমায় আবার সেই একই অপেক্ষায় নতুন দিনের অন্য। এভাবেই চলছে প্রতিনিয়ত জীবনের গল্প অবিরত।আসা যাওয়ার খেলায় মেতে থাকে নতুন দিনের স্বপ্ন।মান ভেদে ভিন্ন ভিন্ন রূপ ধারণ করে সময়ের সাথে যুক্তিযুক্ত। সময় বয়ে যায় কিন্তু নদীর শ্রোতের মতো।প্রতিটি দিনকে উপভোগ করতে পারি ,যদি সময়কে কাজে লাগাই যথাযথ।।
Make sure you enter the(*)required information