কে গো ?তুমি সদা থাক নিয়ে পিছু ? ছায়ার মতো।যত চেষ্টাই করি এড়িয়ে যেতে সেতো!জেঁকে বসে থাক সদা সাথী হয়ে প্রাণবন্ত। ফুরসৎ কি নেই একটু ও ? মাঝে মাঝে খুব যখন হয় কষ্ট ,শান্তনা দাও সে তুমিই তো। যখন হয় কোন স্বপ্নভঙ্গ ,নাও তখনো তুমিই পিছু কিন্তু।কেউ শুনুক না বুঝুক তুমিই তো বুঝতে পারো অন্তত। অন্তর জুড়ে থাক যে ছায়ার মতো।।"মায়া" তুমি বড়ই অদ্ভুত এক আবেশ। তুমি আছো তবু কেন মানুষে মানুষে এতো ভেদাভেদ।।ছড়াতে পারোনি সবার মাঝে সমান রেশ।অথচ আমরা অনেকেই তোমার পরশে আছি বেশ।।মায়া বলে,আমায় বলো না বলা কথা আছে যতো। হোক না তা গল্পের কথা অল্প ।ছড়িয়ে দিতে করবো চেষ্টা ঠিক তোমার মতো। হুম! তোমার অনুপস্থিতিতে আমি ও খুব অসহায়,তখন মায়াহীন এক মানবী ভাবেন সবাই আমায়।তুমি যেও নাকো ছেড়ে কখনো তাই,থেকো সদা এমনো প্রাণবন্ত হয়ে পাশে পৃথিবী যতক্ষণ না দেয় চিরবিদায়।।পরিবার পরিজন আত্বীয় স্বজন প্রিয় যেমন ,তুমি ও আমার কাছে ঠিক তেমন।। ছায়া হয়ে আছ বলেই জীবনটা উপভোগ্য ও সুন্দর এমন।অবিচ্ছেদ্য তোমার আর আমার বাঁধন। তোমার ভেতর খুঁজে ফিরি অজানা এক ভালোলাগা অনুভূতি আপন।। তোমার ছোঁয়ায় কমে আসুক মানুষে মানুষে ব্যবধান যোজন যোজন।বিলিয়ে দাও নিজেকে সবার মাঝে সমান।।তবেই কাল থেকে কালান্তরে থাকবে তুমি দৃশ্যমান।মানবের মাঝে তুমি অদ্ভুত সুন্দর এক মায়াজাল।।খাতুন রওনক আফযা ( রুনা)৫/১২/২০২১
Make sure you enter the(*)required information