সেদিনের আকাশটা ছিল নীলে নীলে ভরা।স্কুল ছুটির পর যথারীতি বাড়ি ফেরা।।মূখ্যম সময় বিকেলের দূরন্তপনা সময় পার করা।বাহির পানে ছুটে চলা ঘরে রেখে বইখাতা।। বাড়ির পাশে আপন মনে ঘুরতে ঘুরতে দেখি অজ্ঞান প্রায় একটি পাখি ছটপট করছে নীড়হারা।কিছুটা ব্যতিত আবার কিছুটা খুশীতে আত্মহারা।।মাথায় ঘুরপাক খাচ্ছে ছটপট করা আহত পাখির সম্বিত ফিরিয়ে আনা। সাতপাঁচ না ভেবে অমনি বাড়ির পাশের পুকুরে গিয়ে শুরু করলাম অল্প অল্প পানির ঝাপটা দেয়া।কিছু সময় পর অমনি দেখি , আমার সাথে হয় পাখির চোখাচোখি।।আমি এখন বেশ সুস্থতা বোধ করছি !বুঝতে নেই বাকি এযে ভাষার আদান প্রদান চলে আমি আর পাখি।চোখ দুটো খুলে আমার দিকে চেয়ে দেখে মিটি মিটি। তার জ্ঞান ফিরে আসায় আমি ও মহাখুশি।।কি জানি কি হয় তাকে সাথে নিয়ে বাড়ি ফিরি যদি। বিকেল গড়িয়ে সন্ধ্যা বেলা,চুপি চুপি মায়ের কোখার সময় হলো ঘরে ফেরা।অমনি মায়ের জিজ্ঞাসা কোথায় ছিলে এতো বেলা?এই বুঝি খেলাম ধরা!মায়ের সাথে কি আর যেনতেন যায় মিছে বলা ?বিনয়ের সাথে আবদার করলাম, মাগো আমার যে খুব দরকার পাখির একটি খাঁচা।।মা শান্ত গলায় বললেন, পাখিটি হোক ছাড়া।খাঁচায় বন্দী করে অবলা পশু পাখিকে দিওনা সাজা।।প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তাদের সৃষ্টি করেছেন মহান আল্লাহ। অপরূপ সুন্দর দৃশ্য দেখতে পাখিদের ডানা মেলে নীল আকাশে উড়া।।মমতাময়ী মায়ের আদেশ বলে কথা।তখনো সূর্য অস্ত যাওয়ার বাকি ছিল সময় কিছুটা।পাখিটা দূর নীলিমায় নীল আকাশের নীলে নীলে মিশে গেলো জানিয়ে কৃতজ্ঞতা।অপরূপ ছিল দেখতে সেদিনের নীল আকাশটা।অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখলাম আমি ও মা। পরম শ্রদ্ধেয় @ Rtn Saiful Huda Siddiquee ভাইয়ার "নীল আকাশ ও মায়ের আদেশ" শিরোনাম এর গল্পের গদ্যাংশের পদ্যাংশ রুপ। জানিনা সফল কতটুক।
Make sure you enter the(*)required information