আচ্ছা এমন হলে কেমন হতো।জীবন থেকে হারিয়ে যাওয়া শৈশবটা যদি আবার ফিরে পাওয়া যেতো।।আমি ও থাকতাম মা বাবার ভাই বোনের অনেক আদরের ছোট। আমার প্রিয় অনেক প্রিয় বাবাকেও হারাতে না হতো।।প্রিয় বাবা,মুঠোফোনের পর্দায় রোজ দেখি যদিও তোমায় মন ভরেনা সেতো।আজ বড্ড বেশী ইচ্ছে করছে ঠিক তোমার শুয়ে থাকা বিছানায় পাশে গিয়ে বসে থাকি , সেদিনের মতো।।তাতেই তুমি অশ্রুজলে হতে অনেক আনন্দিত।আমি ও পেতাম তোমার আদরমাখা মা ডাক সেতো।।নিজের হাতে নরম তুলতুলে সাদা টুকরো কাপড়ে, তোমার চোখের জল মুছে দিতে খুব যে আবার ইচ্ছে করে।সেই মূহূর্ত যে আর কখনো ফিরে পাবো না ভাবতেই দু'চোখ যায় জলে ভরে।।মন চাইছে বড় বেশি আজ,মাথার উপর তোমার আদরের শান্তির পরশমাখা রাখ দুটি হাত।।এমনিই মনে হয় আজকাল হঠাৎ হঠাৎ। ভোর রাতে জেগে করতে যখন একাগ্র চিত্তে মহান রবের ইবাদত।মনে হতো ঠিক যেন করতে সুমধুর কন্ঠে কোরআন তেলাওয়াত।।ঘুমের ঘোরে আচমকা জেগে ওঠে থাকতাম করে চুপ।সেই সব দিনগুলো মিস্ করছি আজ খুব। সব মায়ার বাঁধন ছিন্ন করে , মহান আল্লাহর কাছে সপে দিয়ে তোমার প্রিয় সবচেয়ে প্রিয় সন্তানদের ছেড়ে চলে গেলে না ফেরার দেশে।তুমি নেই কিছু নেই এখন শুধু এমনো মনে হয় গিয়ে বাবার বাড়ীতে।। শুধু তুমিই নেই হয়তো !তবে তোমার রেখে যাওয়া আদর্শের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় মোরা সিক্ত।। সবকিছুই আছে ঠিক আগের মতো।যেটা যেখানে ছিলো তোমার ব্যবহার্য জিনিসপত্র।।তবু কেন জানি মনে হয় কিসের যেন শূন্যতা।তোমায় ছাড়া বড় বেশী একা মনে হয় আমাদের মমতাময়ী "মা" টা। সবাই আছি জীবন জীবিকার তাগিদে মায়ের কাছ থেকে দূরে যে যার মতো ব্যস্ত ।খোঁজ নিচ্ছি হয়তো প্রতিনিয়ত।তবু তোমার উপস্থিতির কারণে যতোটা ভালো ছিলো ,মানসিকভাবে আজ তেমনটি নেই হয়তো।তোমায় ছাড়া আমরা ও আছি আলহামদুলিল্লাহ ভালো বেশ এইতো।।গুনাহগার বান্দা তোমার অতি আদরের প্রিয় বড়মা ।আজ বড্ড বেশি ইচ্ছে করছে তোমার মুখে " মা" বলে ডাক শুনা। জানি তা আর কোন দিন শুনতে পাবোনা।।আর এভাবেই চলে আসছে কাল থেকে কালের পরিক্রমা। যে যায় চলে সে যে আর আসেনা ফিরে। তবু তোমার ছোঁয়া ও আদর পেতে মন চায় দিন প্রতি ঘুরে আসি আমাদের আনন্দ বাড়ি , তোমার সুশীতল ছায়া নীড়ে। যেখানে গেলে তোমার গায়ের সুঘ্রাণ মিলে।।
Make sure you enter the(*)required information