পরম শ্রদ্ধাভাজন চাচা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব প্রয়াত জনাব মরহুম মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বাচ্চু বীর বিক্রম স্মরণে
প্রিয় চুনতি তথা সুজলা সুফলা শস্য-শ্যামলা অপরূপ রূপের সোনার বাংলার এক অবিস্মরণীয় নাম।গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রয়াত সামরিক সচিব মরহুম জনাব মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন (বাচ্চু ) বীর বিক্রম । যাঁর একান্ত ও ঐকান্তিক প্রচেষ্টায় শিক্ষায় আধুনিক থেকে অধিকতর আধুনিক হয়েছে দুর্গম পাহাড়ি এলাকা প্রত্যন্ত অঞ্চলসহ আমার প্রিয় জন্মভূমি প্রিয় "চুনতি " গ্রাম। আধুনিক চুনতির রূপকার স্কুল ,কলেজ মাদ্রাসা , ও নতুন নতুন অনেক শিক্ষা প্রতিষ্ঠান ও নতুন কর্ম সংস্থান পারস্পরিক প্রীতি সামাজিক ও রাষ্ট্রীয় সর্ব ক্ষেত্রে যাঁর রয়েছে অসামান্য অবদান। কে ভেবেছিল ? একসময়ের বন্ধুর দুর্গম আঁকাবাঁকা পাহাড়ি জনপদে নির্মিত হবে সুশিক্ষায় আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে নির্মিত হবে শিক্ষা প্রতিষ্ঠান !অবহেলিত জনপদে ফিরে এসেছে তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় সঞ্চার নতুন প্রাণ ।শিক্ষা-দীক্ষা সংস্কৃতি সবদিক দিয়ে প্রিয় চুনতির রয়েছে দু"শ বছর আগে থেকেই খ্যাতি ও সুনাম।নতুন নতুন যুক্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও সেবামূলক স্থাপনা আরো সম্প্রতি। যুগে যুগে যাঁদের কর্ম ও পদচারণায় আলোকিত উজ্জ্বল নক্ষত্ররা নিজ জন্মভূমি তথা সোনার বাংলাদেশকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় দেশের জন্য নিজেদের করেছেন উৎসর্গ জীবন।।দেশ মাতৃকা তোমায় ভুলবেনা না কখন,লোভ লালসার সকল কিছুর ঊর্ধ্বে উঠে নীরবে-নিভৃতে গেলে চলে না ফেরার দেশে কাঁদিয়ে ভুবন। দিয়ে গেছো বিলিয়ে অকাতরে নিজ গ্রাম নিজ দেশ জনপদ জাতি ধর্ম নির্বিশেষে ছোট-বড় সবার আনন্দ ও সুখের তরে নিজের জীবন। পৃথিবীর বুকে যতদিন রবে প্রিয় সোনার বাংলাদেশ ও প্রিয় জন্মভূমি প্রিয় চুনতি হে বীর সেনা! তুমি রবে নীরবে, দেশ-জনপদ করবে তোমায় যুগ যুগ ধরে স্মরণ।এ যে ,মহান আল্লাহর অশেষ রহমত ও দান তোমার কর্মের ই প্রতিফলন।।মহান আল্লাহ চাচাকে তাঁর সমস্ত নেক আমল ও সদকায়ে জারিয়ার উসিলায় জান্নাতুল ফেরদাউস এর মেহেমান হিসেবে কবুল করুন।
Make sure you enter the(*)required information