এ জীবন বড় যতো,চাহিদার তুলনায় প্রাপ্তির ঝুড়িতে অপ্রাপ্তির শূন্যতা যোগ হয় বেশি ততো।।জীবন মানে এইতো।এঁকেবেঁকে চলা স্রোতস্বিনী নদীর মতো। যার কোন সীমা নেই বয়ে চলে নীরবদি অবিশ্রান্ত।চাহিদা একটার পিঠে একটা লেগে থাকে ছায়ার মতো।জীবন চলার পথে চাহিদার যেন শেষ নেই সেতো।।এভাবেই চলছে প্রতিনিয়ত অবিরত ।তাই বলে কখনো হতাশ হবো না কিন্তু!শুকরিয়া আদায় করি যদি মহান আল্লাহর কাছে প্রতিমুহূর্ত,এই ভেবে যা দিয়েছেন তিনি অফুরন্ত।।যাপিত জীবনে সুখী হতে চাইলে যদি থাকি অল্পে তুষ্ট।তবেই থাকবে না আর চাহিদার বিপরীতে না পাওয়ার তেমন কষ্ট।।বেশ তো আছি তাদের চেয়ে অনেক বেশি ভালো, যাদের কাটে দিনপ্রতি, প্রতিমুহূর্ত থাকেন অভুক্ত বাসস্থান, অন্ন,বস্ত্র।চারপাশে সমাজের অবহেলিত জনগোষ্ঠী হচ্ছেন নাগরিক অধিকার শিক্ষা গ্ৰহন থেকে বঞ্চিত।।চাহিদার সব পাওয়া না পাওয়ায় কি এসে যায়,জীবন তো আর কারো জন্য থেমে না রয় ।। আর বাকী কি রয় সব যদি পাওয়া হয়ে যায় ,আনন্দ ও অনেক কিছু কিছু অপূর্ণতায়। অপূর্ণতা আছে বলেই প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকার আশা জাগায়।জীবনের বাঁকে বাঁকে কখনো সবকিছু পূরণীয় নয় পাওয়া না পাওয়ার বেদনায় সবকিছু ছেড়ে ঠিক একদিন চলে যেতে হয়।কতো কথা, কতো সাধ ,হৃদয়ের আকুলতা বাকি রয়,জন্মালেই যে মরিতে হয়।।তাই অনেক অপূর্ণতার মাঝে ও চাইলেই অনায়াসে অনেক ভালো থাকা যায়। খাতুন রওনক আফযা( রুনা)২৩.১১.২০২১
Make sure you enter the(*)required information