কেউ যদি তোমাকে এড়িয়ে চলে অবহেলা করে তুচ্ছ ভেবে,তোমার মূল্য খুঁজতে যেওনা তাদের কাছে তবে।বরং সেই মানুষগুলোর পাশে থেকো দূরে থেকে ও সুখে দুঃখে যারা তোমায় খুব ভালোবাসে। পৃথিবীতে তোমায় অবজ্ঞা অবহেলা করার মানুষ যেমন আছে,ঠিক তার উল্টে , শ্রদ্ধা ,আদর ,শ্নেহ মায়া মমতায় ভালোবেসে কেউ না কেউ এগিয়ে আসেন থাকেন পাশে।কেউ কেউ তোমায় মূল্য দিচ্ছে না বলে , কখনো ভেবো না মূল্যহীন নিজেকে।।শ্রদ্ধা,শ্নেহ,ভালোবাসা দাও বরং তাঁদেরকে ,তুমি ও শ্রদ্ধার ,শ্নেহের, ভালোবাসার পাত্র যাঁদের কাছে।।কখনো এমন মানুষগুলোকে হারিয়ে যেতে দিওনা জীবন থেকে,কারণ তাঁরা ও যে তোমার জীবনে পরিণত চলমান জীবনেরই একটি অংশে।।সুখে দুঃখে একসাথে জীবন চলার পথে মনে সাহস যোগিয়ে যায় প্রতিটি মুহূর্তে। এমন সুন্দর সাদা মনের মানুষ খুব কমই আছেন পৃথিবীতে। কেন আমরা সবাই পারিনা তাদের মতোন হতে?এ কথোপকথন আমার কল্পনার জগতে !,শুধু নিজের সাথে ভেবে ভেবে অনুভবে।।খাতুন রওনক আফযা ( রুনা)১৭/১১/২০২১
Make sure you enter the(*)required information