প্রিয় ঋতু হেমন্ত রূপে গুণে তুমি বেশ গুণান্বিত।তোমার আগমনে প্রকৃতি ও বেশ মুখরিত।যেন ধারন করেছে রূপ এক আভিজাত্য।।এ সময়টা দারুন উপভোগ্য,নয় গরম নয় কনকনে শীত নাতিশীতোষ্ণ।।সোনার বাংলার কৃষকের পূরণ হয় মনের লালিত স্বপ্ন,সোনালী ধান কাটা ও মাড়াইয়ে তাঁরা পার করছেন খুব সময় ব্যস্ত।।কৃষকের মুখে হাসি ঘরে ঘরে উঠেছে ফসল নবান্ন,নতুন চালের পিঠা পায়েস উৎসবে থাকেন মত্ত।হেমন্ত তুমি এলে পরে শুরু হয় হালকা শীতের আগমনী বার্তা ।দারুন লাগে খেতে পুর ভরা নারিকেল খেজুর গুড়ের পাটিসাপটা, খেজুর রসে গরম গরম ভাপা পিঠা। ভালো লাগে খুব ভোরে হাঁটতে গাঁয়ের মেঠোপথ ধরে শিশির ভেজা। তখনো ভাব কিছুটা কুয়াশা কুয়াশা।।ব্যস্ত থাকে সরিষা ক্ষেতে মধু আহরণে মৌমাছিরা। রঙিন পাখা মেলে উড়ে উড়ে ঘুরে বেড়ায় প্রজাতিরা।এ যে, ছয় ঋতুর দেশ সোনার বাংলার নিয়ম চিরাচরিত।রূপে বৈচিত্রে একেক রূপে সাজে হয় সজ্জিত প্রকৃতি তার নিয়ম মতো।।মাঠে মাঠে সোনালী ফসলে ভরপুর গাছে গাছে ফল ফুল, সোনালী পাতারা মেলে ডালপালা হেলেদুলে দেখা যায় যতদূর।। সারি সারি সাদা বক পানকৌড়ির দল ধান কাটার পর মাছ শিকারের জন্য খালি বিলের জলে থাকে মশগুল।।কোথা গেলে দেখা পাবে? এমন নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য ? মিলবে সেথা প্রিয় জন্মভূমি ধনধান্য পুষ্পে ভরা সোনালী ফসলে ভরপুর গ্ৰাম বাংলার। সে যে ,প্রিয় অনেক প্রিয় তোমার আমার সবার। রূপে আর গুনের শেষ নেই "হেমন্ত" তোমার।। তাইতো প্রেমে পড়ি তোমার বার বার। তোমার কাছেই করা যায় নানান পিঠা পুলির আবদার।। তোমার বিদায়ের পর খুলে যাবে তোমার মতোই প্রিয় ঋতুরাজ বসন্তের দ্ধার। খাতুন রওনক আফযা (রুনা)১৪/ ১১/২০২১
Make sure you enter the(*)required information