শরতের আগমন,আকাশ জুড়ে খন্ড খন্ড মেঘমালার পদচারণ ।হঠাৎ হঠাৎ হালকা শব্দ গুড়ুম গুড়ুম।তার ফাঁকে উঁকি দেয় রৌদ্র হালকা কুসুম গরম।শুভ্র সাদা মেঘের নীল আকাশের মুগ্ধতায় ,অবারিত সবুজের স্নিগ্ধতায় দূর হোক সকল গ্লানি। মৃদুমন্দ হাওয়ায় প্রকৃতির চিরাচরিত নিয়মে কাশবনের হাতছানি। নদ -নদীর দু"পাড়ে ও দূর পাহাড়ের উঁচু নিচু গায়ে কাশফুল হেলেদুলে করে নাচানাচি।জলাশয়ে ফুটে শাপলা শালুক বিমোহিত হয় নির্বাক দৃষ্টি।কখনো বা হঠাৎ হঠাৎ এক পশলা বৃষ্টি।। সারি সারি দল বেঁধে সাদা মেঘের আড়ালে , মনের আনন্দে নানান প্রজাতির পাখিরা উড়ে।। শরৎ তুমি এলে পরে, কুয়াশাস্নাত ভোরে খুব যে পা মাড়াতে ইচ্ছে করে, সবুজ নরম ঘাস তুলতুলে।।শরৎ তুমি এলে, নদ-নদী , মাঠ ঘাট জনপদ জেগে উঠে নব রূপে, শিশির ভেজা ভোরে । রংধনু খেলা করে নীল আকাশে , মিষ্টি হাওয়া বয় বাতাসে।। মেঘের ভেলা ভাসিয়ে চাঁদ রাতে হারিয়ে যাই দূর অজানায় কল্পনাতে।। শরৎ তুমি এলে কুয়াশাচ্ছন্ন ভোরে ঘুম ঘুম চোখে, গায়ে কাঁথা মুড়ি দিয়ে , তোমার আলতো আদরে আচ্ছন্ন করি নিজেকে।।খাতুন রওনক আফযা ২৭/১০/২১
Make sure you enter the(*)required information