ভঙ্গুর নদীর তীরেকি হবে পৃথিবীতে সাময়িক জীবন গড়ে ?চলে তো হবে একদিন যেতে সবকিছু ছেড়ে।বড়ো বেশি মায়া লাগে তবু যে,বহুদিন যুগের পর যুগ বেঁচে থাকতে জীবন সংসার আঁকড়ে ধরে।।মোহচ্ছন্ন স্বার্থের এ ধরায়,কতো দ্রুতই সময় যে যায় পেরোয়।বুঝতে পারি যখন নিজের অজান্তেই টের পাই,হারিয়েছি সময় অনেকটাই।।সোনালী সময় ফেলে এসেছি কখন,বুকের ভেতর ধুক করে উঠে তখন।।আর কি ফিরে কখনও আসবে সেই সময়? এই সুন্দর ভুবন।কখন যে সময় অনেকটা বয়ে গেছে ,নিজেরই অজান্তে !প্রতিদিনের সূর্য উদয় ও অস্তমিত হওয়ার সাথে সাথে।। ভোরের প্রথম রবির কিরণে,অন্ধকার কাটিয়ে আসে উজ্জ্বল আলোকিত নতুন দিনে। দিনশেষে আবার ফিরে আসে অন্ধকার ঘনিয়ে,প্রকৃতির চিরাচরিত নিয়মে।। এইতো জীবন। চলে নিয়ম মেনে, যখন যেমন প্রয়োজন। মোহময় সুন্দর ভুবন। তোমায় ছেড়ে কখনো যেতে চায়না মন।তবে একেই কি বলে? সংসার জীবন!!বড়োই মায়ার বাঁধন। একেই বলে, টান সংসার জীবন।হয়তো বেঁচে আছি শুধু যতক্ষণ।। সুন্দর পরিপাটি জীবনের জন্য সুন্দর চিন্তার সুন্দর মানসিকতার প্রয়োজন। তবেই সফল ও সার্থক যাপিত জীবন।।খাতুন রওনক আফযা (রুনা) ১০/৮/২০২১
Make sure you enter the(*)required information