শেষ পাতাখানি ঝরবার আগে ,বলেছিলো রুক্ষ প্রকৃতি বৃক্ষরে নিঃস্ব হয়েছে ? ভেবোনা কখনো মুচড়ে পড়োনা শোকে।।মাথা উঁচু করে দাঁড়িয়ে থেকেছে বৃক্ষ পাতা ঝরা যতো ছিল ডাল কঙ্কালসার প্রসারিত করে আকাশের দিকে।রুক্ষ প্রকৃতি শেষে বাংলার চিরাচরিত রূপে,এলো আষাঢ় শ্রাবণ মাসে দ্ধারে আবার নীরবে। বিস্ময়ে তাকিয়ে দেখে বৃক্ষ নিজেরে ! কঙ্কালসার সেই ডালই ছেয়ে গেছে অপরূপ সবুজে। সে আবার ফিরে এলো তার কষ্টের হারানো দিনের কথা ভুলে প্রকৃতির মাঝে।।প্রকৃতিই যে নিজ হাতে সাজিয়ে দিলেন সবুজে তার ডালপালা ও অসংখ্য পাতারে। সাজুক প্রকৃতি অপরূপ সবুজে মেলুক ডালপালা প্রিয় ঋতু বর্ষার আগমনে। গাছ গাছালি পাক পাকালি মনের সুখে গাইবে গান আনমনে। থাকুক ভরপুর চারপাশ আমাদের পৃথিবী বিশুদ্ধ অক্সিজেনে । সহযোগিতা করি একে অপরে সবুজ বনায়নে। হোকনা কঙ্কালসার ডালপালা তার গজাবে পাতা দেবে টক মিষ্ট ফল , ছায়া হয়ে দেবে প্রশান্তি তপ্ত রৌদ্রের খরতাপে কোন এক সময়ে।সরে আসি সবাই থেকে বৃক্ষ নিধনে। সুস্থ সুন্দর সতেজ সবুজ পৃথিবীর তরে বেড়ে উঠুক আমাদের আগামী প্রজন্মে।
Make sure you enter the(*)required information