আসছে ২০জুন বাবা দিবসে পৃথিবীর সকল বাবাকে জানাই বিনম্র শ্রদ্ধা ,অফুরন্ত ভালোবাসা, শুভেচ্ছা ও অনেক অনেক দোয়া। মা বাবাকে ভালোবাসা ও শুভেচ্ছা জানাতে আসলে কোন নির্দিষ্ট একটা দিনে সীমাবদ্ধতার প্রয়োজন নেই।তবু কেন জানি দরকার একটা দিন থাকাটাই। যদিও ভালোবাসি প্রতি মুহূর্তটাই।" বাবা "দুটি বর্ণের একটি ছোট শব্দ হয়তো।এর বিশালতা এতো ,যতদিন আমাদের সবার মাঝে ছিলেন বুঝিনি কিন্তু।যাকে ছাড়া এই সুন্দর পৃথিবীর আলো দেখা ও থাকতই না আমার কোন অস্তিত্ব। গোসল করিয়ে দেওয়া , পরম শ্নেহে মাথায় হাত বুলিয়ে দেওয়া , খাবারের সময় পাশে বসে এক লোকমা মুখে তুলে দেওয়া, বর্ণমালার সাথে পরিচয় করিয়ে দেওয়া হাতের লেখা উপরের এক লাইন লিখে দেওয়া ছোটবেলার শ্মৃতি এমন আরো কতো।আজ তুমি নেই হয়তো ,তাই বলে কোন কিছুই ভুলিনি কিন্তু।বড় মধুর ছিল তোমার" মা" ডাকা কন্ঠ।কেন এতো বেশি আদর করতে বলতো ? যদিই বা চলে যাবার তাড়া ছিলো এতো।কেন এতো দূরে চলে গেলে হয়ে আকাশের উজ্জ্বল নক্ষত্র। মন চাইলে ও নিতে পারছি না তোমার গায়ের সুগন্ধ। তোমার গায়ের মৌ মৌ সুঘ্রাণে প্রাণটা যে জুড়িয়ে যেতো। তাতেই পেতাম পরম আনন্দ। ছিলো মায়াময় কি মিষ্টি হাসিটা যেন ঝরতো মুক্তো।যে কথা তোমায় কখনো হয়নি বলা "তোমায় ভালোবাসি কতো" ছিলে যখন কাছে এতো। আজ বড়ই বলতে ইচ্ছে করছে," ভালোবাসি তোমায় অনেক অনেক বাবা " আমাদের ছেড়ে কখনো তুমি যেয়োনাকো ।এ আমার কল্পনা শুধু ,চলে গেলো তবু ।না ফেরার দেশে,আসেনা কভু কেউ ফিরে যেথায় গেলে। জানি তুমি আমাদের মাঝে নেই যদিও মানতে খুব কষ্ট হয়,তবু হঠাৎ করে বাবা বলে খুব ডাকতে ইচ্ছে করে।মহান আল্লাহর কাছে দোয়া করি তোমায় অনেক অনেক ভালো রাখুন ওপারে। "রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগিরা"।অনেক অনেক ভালো থাকুন পৃথিবীর সকল মা বাবা।
Make sure you enter the(*)required information