"মা " শব্দটি হয়তো ছোট্ট অতি।কিন্তু এর গভীরতায় আছে বিশাল প্রাপ্তি ।মায়ের দোয়া ছাড়া আমাদের এক মূহুর্ত ও চলে কি।বিশ্ব "মা "দিবসে স্বশ্রদ্ধ সালাম ও শুভেচ্ছা রইলো পৃথিবীর সকল মায়ের প্রতি।।শুধু নির্দিষ্ট কোন দিনে সীমাবদ্ধ না থাকুক " মা " দিবস। মায়ের আদর ভালোবাসা পৃথিবীর প্রতিটি সন্তানের জন্য মহান আল্লাহর পক্ষ থেকে অশেষ এক রহমত। আজীবন সন্তানদের ছায়ার মতোন পাশে থাকেন বিষর্জন দিয়ে নিজের শান্তি ও সুখ। নিজে ও মা হয়ে নিজের সন্তানদের কাছে থাকতে গিয়ে তোমার কাছ থেকে অনেক দূরে থেকে প্রতিনিয়ত তোমায় মিস্ করছি খুব। তবু জীবনের চিরাচরিত নিয়মে যত দূরেই থাকি না কেন ,আমার সত্ত্বা জুড়ে ছায়া সঙ্গী হয়ে সারা বেলা আছো তুমি মা প্রিয় মুখ।" মা "হয়না পৃথিবীর কোন কিছুর সাথে তোমার তুলনা। ভুলে যাই থাকা সত্ত্বেও শত দুঃখ বেদনা । যখন ই মানসপটে ভেসে ওঠে তোমার মায়াবী বদনখানা ।তুমি যে আমার যাপিত জীবনে অনুপ্রেরণা।তুমিই তো শিখিয়েছ কিভাবে হওয়া যায় লক্ষী ঘরনা।আজ জীবনের অনেকটা সময় তোমায় ছেড়ে অন্যের ঘরে এসেছি জীবনের নিয়মে কতোটুকু সফল জানিনা।তোমার সন্তানরা অসহায় ছাড়া তোমার দোয়া" মা" । যত দূরেই থাকনা তুমি মমতাময়ী মা অনুভব করি সাথে আছে তোমার দোয়া ও ছায়া। মাগো কখনো তোমার সন্তানদের ছেড়ে দূরে কোথাও যেওনা। তুমিই মা তুমিই যে আবার তোমার সন্তানদের বাবা।আমাদের চলার পথের শক্তি যে, মা বাবা তোমরা দুজনা । তোমাদের ছাড়া জীবনে এগিয়ে চলা কখনো ভাবতে পারি না। আগলিয়ে রেখ তোমার দোয়ার চাদরে ও শ্নেহমাখা পরশে সকল বিপদ আপদে মহান আল্লাহর কাছে সদা করি এই প্রার্থনা ।তুমি সহ অনেক অনেক সুস্থ সুন্দর থাকুন পৃথিবীর সকল" মা "।
Make sure you enter the(*)required information