অদ্ভুত রহস্যময় অদৃশ্য এক দেয়াল। মহান আল্লাহ ছাড়া কারো জানা নেই থাকবে সে পৃথিবীতে এভাবে আরো কতো কাল।চলছে সে তার খুশিমতো খেয়াল। শুনেছি,মানব থেকে মানবের মাঝে এক দেশ থেকে আরেক দেশে এসেছিলো সে - ই কবে নাম নেই আর ফিরে যাবার।গভীর আস্তা পৃথিবীর মানুষের প্রতি তার,ঘৃণা করতে করতে কোন একদিন জন্ম নেবে হয়তো ভালোবাসার। কিন্তু আর কতো? তুমি বেশ ভুল করছো রেখো জেনে। বর্ষার বৃষ্টি নামলে পথ ঘাট ,জনপদ ,শহর ভেজে ,পারিনা শুধু ভিজতে আমরা মানবজাতি চাইলে ।এই ভয়ে ভীত হয়ে পাছে ঠান্ডা লেগে কাঁপুনি দিয়ে জ্বর যদি আসে।ভাববে সবাই এই বুঝি অজানা ভাইরাস করেছে ভর ,টেষ্ট করাও সবার আগে। কেন দেয়াল হয়ে দাঁড়ালে ?মানব থেকে মানবের মাঝে? আমারো যে বেশ সাধ জাগে ,যেমন বেড়াতাম বন্ধু বান্ধব আত্বীয় স্বজন একে অপরের বাড়ি তুমি আসার আগে। কর্মক্লান্ত চার দেয়ালের মাঝে যখন খুব অস্থির লাগে,কতো ঘুরেছি একসাথে পরিবারের সবাই মিলে। সাপ্তাহিক কোন ছুটিতে পার্কে কোন দিন পরম আত্বীয়ের বাড়িতে। কখনো বা ঝিরি ঝিরি বৃষ্টি স্নাত বিকেলে অজানা পথে হাঁটতে হাঁটতে আবার ঘরে ফিরেছি সন্ধ্যা বেলাতে।এখন সেই সব শুধু ভেসে উঠে শ্মৃতিতে,আর দু'চোখ জলে ভরে যায় মনের অজান্তে।অথচ আজ সবকিছু ঠিক তার উল্টে।মন চাইলে ও আর আগের মতোন পারছি না ইচ্ছে মতো ঘুরতে। সেই যে অদৃশ্য দেয়াল হয়ে দাঁড়ালে। বন্দী তো অনেক দিন ধরে আছি যে যার ঘরে।খুব খুবই খুশি হবো তুমি খুব দ্রুত পৃথিবী থেকে চিরবিদায় নিলে। আবার আগের মতো সবকিছু স্বাভাবিক হলে, দেখা হবে কথা হবে প্রিয়জন,আত্বীয় স্বজন,বন্ধু বান্ধব সবাই মিলে ।জীবনের বাকি সময় হেসে খেলে তাতেই যে ,অনাবিল আনন্দ, শান্তি ও সুখ মেলে। তুমি দেখে নিও ইনশাআল্লাহ বন্দী মোরা থাকবো না আর চার দেয়ালে। পৃথিবীর মানুষ তোমায় কখনো বাসেনি ভালো নিঃশ্বাস ফেলে খুব ঘৃণা ভরে।দেয়াল হয়ে দাঁড়িয়ে কাছের মানুষদের দিলে পর করে।ঘোর অমানিশার অন্ধকার রাত্রির আঁধার পেরিয়ে দেখো ঠিক আবার ব্যস্ত হবো নতুন দিনের স্বপ্ন বুননে।।তুমি কেন দাঁড়ালে সবার মাঝে কাল হয়ে। মনের সাধ পূরণ হয়না কতো শুধু তোমার ভয়ে।
Make sure you enter the(*)required information