স্বপ্ন সুন্দর স্বপ্ন সত্য ।স্বপ্ন জেগে ঘুমে দু"ভাবেই দেখা যায় হয়তো।স্বপ্ন বেঁচে থাকার জন্য যোগায় অক্সিজেন ও কিন্তু। সব স্বপ্ন কারো পূরণ হয় আবার কারো হয়তো নয়।তাই বলে স্বপ্ন দেখা নেই ছাড়তে ।আজ না হোক ইনশাআল্লাহ পূর্ণ হবে আগামীতে ।হয়তো স্বল্প পরিসরে অন্য রুপে কিংবা অনেক দেরীতে। জীবনে সব চাওয়া কখনো পূর্ণ হয়না। অনেক আনন্দের ও হয় আবার কিছু কিছু অপূর্ণতা।সবটা পেয়ে গেলে হয়তো হতো না এতো সুন্দর জীবনটা ।দুঃখ বেদনা নিয়ে পারো যদি চলতে ,মনের চাপা কষ্ট কাউকে যদি না পারো বলতে ,তবেই স্বপ্ন তোমায় ধরা দেবে রোজ রাতে।।তাই স্বপ্ন দেখা নেই ছাড়তে। স্বপ্নই যে তোমাকে সহযোগিতা করে বেঁচে থাকতে।। স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ একদিন আমার ও হবে ঘর একচিলতে নিজের বলতে। এ আমার নিজের সাথে নিজের আলাপচারিতা একান্তে।।স্বপ্ন তুমি বেঁচে থেকো এভাবে সবার মাঝে নিজের অজান্তে।কারণ কোন কিছুরই দরকার হয়না তোমায় বুনতে।। প্রাণে শক্তি ও মনোবল যোগিয়ে দিও শুধু পাশে থেকে।মধ্যবিত্তের স্বপ্নগুলো মরতে মরতে ও বেঁচে থাকে যাতে।।
Make sure you enter the(*)required information