তিমির অন্ধকার কাটিয়েসুন্দর হোক নতুন দিনের প্রতিটি আলোর সকাল।।মেঘে ঢাকা রবে না এই পৃথিবী,সহমর্মিতা সহযোগিতার হাত প্রসারিত করি যদি, একে অপরের প্রতি।।খুব দ্রুত সুস্থ সুন্দর সতেজ হয়ে উঠবে পৃথিবী ।তার প্রতি সুবিচার করি যদি আমরা সৃষ্টির সেরা জীব মানুষ জাতি।আর কোন শত বছর পেরিয়ে না আসুক মহামারী। চাইলেই অনায়াসে রুখে দিতে আমরাই পারি।।যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলে একে অপরে সহযোগিতা করে প্রতিরোধ করি রোগ ব্যধি।।আবার প্রিয় প্রাঙ্গন মুখরিত হবে ইনশাআল্লাহ পদচারণায় শিক্ষার্থী কোমলমতি।পাখি ডাকা ভোরে ঘুম থেকে জেগে উঠবে আমাদের সন্তান সন্ততি।।স্কুলে যাওয়ার সময় হলো উঠে পড়ো ,রাগ করোনা লক্ষিটি ? এ যে চিরাচরিত রীতি মা বাবার আদরের পরশ বুলানো আকুতি।।রোজ সকালে মায়ের তাড়া সেকি !কি খাবে এতো সকাল সকাল আমার বাবু সোনাটি ?বরং করি তৈরি পছন্দের টিফিনে খাবারটি।।খুব খুশি স্কুলে যাওয়ার সময়টি যদি থাকে সাথী,কেউ বা বাবা কেউ বা মা কেউ বা ভাই বোনের হাতটি ধরি।। আমরাই পারি সুস্থ সুন্দর পৃথিবীর তরে ফোটাতে ফুল। যার যার অবস্থান থেকে স্বীয় কর্মেতে থেকে মশগুল। ইনশাআল্লাহ আসবেই রাঙা প্রভাত কাটিয়ে অন্ধকার ঘোর।ফিরবে স্বস্তি জনপদ নগর জুড়ে কর্মচঞ্চলতা ও শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে প্রতিটি পাখি ডাকা ভোর।।
Make sure you enter the(*)required information