সবাই চায় ও যায় সময় সুযোগে ঘুরে বেড়াতে একা কিংবা পরিবার নিয়ে দর্শনীয় স্থান, কিন্তু আমার মন চায় বার বার দেখি ও যাই প্রিয় চুনতি প্রিয় গ্ৰাম। যেথায় গেলে মানসিক শান্তি ও মৌসুমী নানান ফুলের মেলে সুঘ্রাণ। যতই দেখি জুড়ে যায় মনপ্রাণ দু"নয়ন।।সবুজ শ্যামল ধনধান্যে পুষ্পে ভরা নানান গাছগাছালি খাল ,বিল , পাহাড় মুগ্ধতায় আনমনে হারিয়ে চেয়ে থাকি তার পান।ভালো লাগাই মনটা ভরে যায় যদি দেখাও সাক্ষাত হয় অনেক শ্রদ্ধার ও শ্নেহের প্রিয়জন।।ফিরে আসতে চায়না ছেড়ে , গেলে জন্মভূমি মায়াময় গ্ৰাম।তবু জীবিকা ও জীবনের প্রয়োজনে ফিরে আসতে হয় নিয়ে ভারাক্রান্ত মন।।বার বার ভাসে মনের ক্যানভাসে প্রিয় বাবার চিরনিদ্রায় শায়িত কবর ও পরম প্রিয় মায়ের মায়াময় অশ্রু সজল বদন।এই কি তবে মাটির টান ।।যেখানে গেলে মনে হয় নতুন ভাবে ফিরে পাই প্রাণ।সে যে আমার প্রিয় চুনতি প্রিয় গ্ৰাম।।
Make sure you enter the(*)required information