বিদায় ২০২১স্বাগত নতুন বছর ২০২২কতো দ্রুতই ফুরিয়ে গেলে তুমি জীবন থেকে।বুঝি নতুনকে বরণ করতে! কতো শত কষ্ট সহ্য করে ,বাধা উপেক্ষা করে এগিয়ে যেতে হয় পৃথিবীর তরে। কতো প্রিয়জন হারানোর বেদনায় নীল জলে দু'চোখ ভিজে।যার হারিয়ে যায় সেই শুধু বুঝে। তবু মনকে সান্তনা এই ,দুঃখ বেদনা ভুলে গিয়ে নতুনের কেতন ওড়ে।বরণ ডালা সাজিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে পৃথিবীময় অপেক্ষা করে।।বছর জুড়ে প্রায় বন্দী জীবন ।প্রধান কারণ" করোনা" মহামারীর আকার ধারন ।বন্ধ ছিলো প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে আরো এগিয়ে গেলাম ।শিক্ষার্থীদের শুরু হলো নতুন শিক্ষা কার্যক্রম ক্লাস অনলাইন।যথাযথ স্বাস্থ্য বিধি মেনে সকল অফিস প্রতিষ্ঠান সমূহ যথারীতি ছিল চলমান। জীবন জীবিকার তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে নিয়মিত যে যার কর্মস্থলে করেছেন যোগদান। কিছু পেতে হলে কিছু দিতে হয় ।২০২১তুমি ও এর ব্যতিক্রম নয়। করোনা পরবর্তী এলো আবার " ওমিক্রন" নতুন ভয়।স্বাগত নতুন বছরে পদার্পণ" ২০২২ " সব বাধা পেরিয়ে করবো ইনশাআল্লাহ মোরা জয়। মনোবল হোক আমাদের শক্ত নিয়ে দৃঢ় প্রত্যয় । সুস্থ সুন্দর পৃথিবীর তরে আগামীর পথচলা শুরু হোক আনন্দময়।সুখে দুঃখে কেটে গেলো আর ও একটি বছর ২০২১ বিদায়। ভারাক্রান্ত মনে , মহান আল্লাহর কাছে কায়মনোবাক্যে প্রার্থনা ,নতুন বছর হোক আমাদের সবার জীবনে অনাবিল আনন্দ ও শুভ সূচনা। খাতুন রওনক আফযা ( রুনা)৩১/১২/২০২১
Make sure you enter the(*)required information