আমরা দূর্জয়। অর্জন করেছি গৌরব গাঁথা বিজয়।সূবর্ণ গৌরবময় বিজয়ের পঞ্চাশ । দৃপ্ত শপথে অন্তরে জাগুক আমাদের সবার জয়োল্লাস।বিজয়ের দিনে হোক আমাদের সবার এই অঙ্গীকার।গৌরবময় বিজয়ে জাতি ধর্ম দল মত নির্বিশেষে তোমার বুকে সম্প্রীতির বন্ধন অটুট থাকুক চিরন্তন লাল সবুজের প্রিয় বাংলাদেশ।না থাকে যেন ধর্ম বর্ণ গোত্র কারো প্রতি কোন হিংসা বিদ্বেষ।একে অপরের প্রতি শ্রদ্ধাশীল, শ্নেহে,ভালোবেসে হৃদ্যতাপূর্ণ সুসম্পর্ক বজায় রেখে সুখে দুঃখে মনে যোগায় যেন সাহস।জাতি ধর্ম নির্বিশেষে সম্মিলিত প্রচেষ্টায় ও আত্মত্যাগে এক নদী রক্তের বিনিময়ে অর্জিত মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা স্বাধীন বাংলাদেশ। সম্বৃদ্ধির বাংলাদেশ গড়তে হলে থাকতে হবে সবার একথা।তবেই সুগম হবে আগামীর পথচলা।জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে, উড়বে লাল সবুজের পতাকা।। আমাদের আগামী প্রজন্ম উপহার পাবেন পূর্ব প্রজন্মের রেখে যাওয়া সুশিক্ষা ও নৈতিকতা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, পৃথিবীময় আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা গৌরবময় ইতিহাস স্মৃতিগাঁথা।।খাতুন রওনক আফযা ( রুনা)১৬/১২/২০২১
Make sure you enter the(*)required information