কখনো কি ভেবেছি,? জীবনে আসবে দ্ধিতীয়বারের মতো করোনা ঈদ? ইচ্ছে থাকলে ও যেতে পারছিনা প্রিয় গ্রাম নিজ বাড়ি।। ঈদে বাড়ি যাবো তা নিয়ে হচ্ছেনা কর্তার সাথে ব্যাগ গুছানো নিয়ে কোন বাড়াবাড়ি। আগের ঈদে কতো কথা শুনেছি, ঈদে যাবো বলে শহর থেকে গ্ৰামের বাড়ি।জামা- কাপড় নাকি ইচ্ছেমতো ভরতাম ব্যাগে করে আড়াআড়ি। শুনতে হয়েছে কথা কতো, যতোকিছু নিয়ে যাও সব পরা হয় কি ? গিয়ে বাড়ি। কড়া শাসন যে কদিন থাকবে ! তারচেয়ে বেশীকিছু না নিবে। কতো ঈদে যাবার পথে ! যানজটে পড়ে মনে হতো, এতো কষ্টে বাড়ি না গেলে কি এমন ক্ষতি অতো। এবার মন চাইছে খুব বেশী যেতে অথচ কতো। ঈদের দিন আসছে কাছে ঘনিয়ে যতো।। মন খারাপ লাগছে বেশী ততো। নতুন জামা-জুতা চাইনাতো!শপিংয়ে ও যাবার নেই কোন বায়না সেতো। আজ এটা গতকাল ওটা আগামীকাল কি কিনবো কোনটা এখন আর সেই চিন্তা নেই আগের মতো।। সবকিছু বাদ দিয়ে তবু ও যেতে চায় মন আমার প্রিয় চুনতির অপ্রিয় জরাজীর্ণ বাড়িটা।সে আমায় হাতছানি দিয়ে ডাকছে ,যেনো শীতল পরশ বুলিয়ে দেবে যেকদিন থাকবো প্রতিদিন প্রতিমূহুর্তটা।জবাবে বলবো কি তারে ,জানা নেই মোর সেই ভাষাটা!বেঁকে যে বসেছে বেশ ভালোই আবার প্রকোপ করোনাটা।। রমজানের ঐ রোজার শেষে আসছে খুশীর ঈদ তবু কতো অনিশ্চয়তা।কি এমন ক্ষতি হতো যদি পৃথিবীর থেকে বিদায় নিতো চিরতরে করোনাটা। নিশ্চিন্তে নির্ভিগ্নে হতো যার যার প্রিয় গ্ৰাম প্রিয় বাড়ি প্রিয় মুখ সকলের ঈদ যাত্রা। এ যে ঈদের খুশিতে বাড়তি যোগ হয় অনন্য মাত্রা।।বান্দার কল্যাণেই যা কিছু ভালো করেন মহান আল্লাহ। এখন শুধু সেটুকুই নিজেকে নিজেই দেই সান্তনা।।
Make sure you enter the(*)required information