এক মাস সিয়াম সাধনার পর ঐ নীল আকাশে আসমানে দেখা যায় অপূর্ব দেখতে ঈদের নতুন বাঁকা চাঁদ। অবশেষে আসে সেই আনন্দের প্রতিক্ষার প্রহর।।তোমায় দেখতে আকাশ পানে তাকিয়ে ছোট বড় সবাই ভীড় করে এ যেন আনন্দঘন পরিবেশ মুখর।এ আনন্দে আত্মহারা সব জাতি সহ পুরো পৃথিবী মুসলিম উম্মাহর।।ওহে !শাওয়ালের চাঁদ তোমার আগমনে মুখরিত পুরো পৃথিবী আজ। ছোট বড় ধনী গরীব এক কাতারে শামিল মানুষ সব।। হিংসা ,বিদ্বেষ, অহংকার ভুলে গিয়ে দাঁড়ায় ঈদের নামাজে এক কাতার। মহান রবের নিকট শুকরিয়া আদায় করে শুরু হয় ঈদের নামাজ।। নামাজ শেষে একে অপরের সাথে সালাম বিনিময় ও কোলাকুলি । এভাবেই মানুষে মানুষে বিভেদ ভুলে আনন্দের মূহুর্ত গুলো ভাগ করি।।ওহে শাওয়াল এর ঈদের নতুন চাঁদ ! আহা কি আনন্দ এলো খুশির ঈদ।।তোমার আগমনে ছোট বড় সবাই আজ আনন্দে সরব ।মহিমান্বিত তুমি , তাই বুঝি তোমার আছে করার মতো এতো গৌরব।। এই দিনে মানুষে মানুষে ছোট বড় থাকেনা কোন ভেদাভেদ। মূলত তোমারই অবদান সব।।মহান আল্লাহ বান্দাদের জন্য দান করছেন তোমায় উপহার স্বরূপ। কেউ কেউ খুশি অন্যের সাথে মেতে উঠতে আনন্দে,কেউ বা আবার ত্যাগে।কেউ আবার খুশি ভোগে ।এভাবে ঈদ নিয়ে আসে ,অসীম আনন্দ ধরনীর বুকে। এ বাড়ি ও বাড়ি সেমাই, পোলাও, বিরিয়ানি আরো কতো কি,সারাদিন এভাবে সবাই ঈদ আনন্দে মেতে থাকি।। দিন শেষে প্রাপ্তির ঝুড়িতে যোগ হয় শ্রদ্ধা স্নেহ ভালোবাসা একে অপরের প্রতি। ছোট বড় সবার সাথে করি ঈদের আনন্দ ভাগাভাগি।।সেকি আনন্দ সারাদিন ঘুরে ফিরে এ বাড়ি ও বাড়ি। দিনশেষে গুনে দেখা কতো হলো ঈদ সেলামি।।এভাবেই ফিরে ফিরে এসো তুমি, শাওয়াল এর নতুন চাঁদ বার বার পৃথিবী। তোমার আগমনে যে, মোরা মানবজাতি অধীর আগ্রহে অপেক্ষায় থাকি।। তোমার অবদান অনস্বীকার্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ধনী গরীব ছোট বড় বন্ধন অটুট রাখতে সম্প্রীতি। ভারাক্রান্ত হৃদয়ে মাহে রমজানকে বিদায় দিয়ে তুমি এসো সবার মাঝে ছড়িয়ে দিতে অনাবিল আনন্দ ও আলোর দ্যুতি নতুন রূপে বছর প্রতি।। খাতুন রওনক আফযা ( রুনা)১/৫/২০২২
Make sure you enter the(*)required information