বাবা জেঠা আর দাদার মানে দুইশত বছরের পারিবারিক প্রকাশনা ও লাইব্রেরি ঐতিহ্যবাহী ব্যবসায়িক প্রতিষ্ঠান ছেড়ে যোগ দিয়েছিলাম উৎপাদন ও রপ্তানীমুখী প্রতিষ্ঠানে। ১৯৯২ সাল আমি যখন চট্টগ্রাম ইপিজেডস্থ শতভাগ বিদেশী কোরিয়ান মালিকাধীন পোশাক রপ্তানি কারক প্রতিষ্টান কাং বুক কোম্পানি (বিডি ) লিমিটেড এ যোগদান করেছিলাম। তখন প্রতিদিন সকালে আমার একটা কাজ ছিলো, কোম্পানির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক স্যার জনাব বং ইয়ং লীর কোরিয়ান ভাষায় দেওয়া বক্তব্য শ্রমিকদের বাংলায় জানিয়ে দেয়া। কর্ম স্থলে অনুপস্থিত না থাকা। ইতিবাচক চিন্তা ভাবনা করা।সকালে সারাদিনের কর্ম পরিকল্পনা। সঠিক সময়ে বাস্তবায়ন। কাজের ভালো মান। বেশি করে উৎপাদন। এই সব কথা বলার পর উনি বলতেন বাংলাদেশ একটা স্বাধীন দেশ, আর তোমরা এই দেশেরই নাগরিক, পৃথিবীতে আজ অনেক দেশ নিখুঁতভাবে নানান ধরনের গাড়ি থেকে উড়ো জাহাজ তৈরি করছে আর তোমরা সামান্য পোশাক তৈরি করতে পারবে না ? অবশ্যই পারবে ।তোমাদের এইসব কাজে সফল হতে হবে।তোমরা দেখবে বাংলাদেশ অনেক এগিয়ে যাবে এবং একদিন তোমরা পুরো পৃথিবী জয় করবে।আজ উনি বেঁচে নেই কিন্তু উনার কথা গুলো আমাদের মাঝে উজ্জ্বল ভাবে বিরাজমান আছে।বাংলাদেশ আজ পোষাক ও তাবু উৎপাদন ও রপ্তানিতে রত সারা পৃথিবী জুড়ে। জয় হয়েছে" মেইড ইন বাংলাদেশ"। চলবে ।
Make sure you enter the(*)required information