ঝিরঝির শব্দে ঐ দেখো জোনাকি
রাতভর আঁধারে উড়ে চলে
ধানক্ষেতে রঙিন আলোর ঝিকিমিকি
নিখরচা পথ দেখায় তারা দলে দলে।
পতঙ্গ কিংবা বল তাদের কীট
নিরহংকারী হয়ে আলো ছড়ায় জোনাকিরা
ছন্দে ছন্দে জ্বলে মিটমিট
গভীর অন্ধকারের নির্জন গ্রামে এরা
হাটখোলা থেকে ফিরছে ঘরে শিশু
বন্ধুদের দলে ভিড়ে গল্পে মেতে
রঙিন জোনাকি দেখে এগুলো হাত যিশু
বাতির ন্যায় গরম নেই জোনাকির আলোতে
রহস্যময় জোনাকির কি অদ্ভুত বৈশিষ্ট্য
কল্পনা মনে হবে না দেখিলে এদের গল্প
প্রশ্ন মনে কে করিল এমন সুন্দর সৃষ্ট
স্রষ্টার এমন রহস্য সৃষ্টি জানি খুব অল্প।
Make sure you enter the(*)required information