পোড়া গা এর গন্ধ ছড়ানো হে বাতাসচেপে যাও গোপনে আজকের ইতিহাস।ক্লান্ত এ জনপদ;বয়ে বয়ে শ্রমিকের তাজা লাশ।নগরে প্রবেশ করা সারি সারি গাড়ি,মাড়িয়ে স্বজনের করুণ আহাজারি,সাইরেন বাজিয়ে এসো না হেথা,চুপে চুপে রেখে যাও লাশ সারি সারি।হাত-পা হারানো হে সাহসী যুবক!চিরে বের হওয়া নাড়িভুড়ি রক্ষক!প্রকাশ করিও না এ সত্য বচন'জনপদে কোথাও কেউ নেই নিরাপদ'।জেনো, যারা লোভে আজ সীমা ছাড়ামুনাফার পরিমাণ বাড়াতে তারা,মৃত্যুর পরওয়ানা মজুরি দিয়েজনপদ পুড়িয়ে করবে সারা।
(সীতাকুণ্ড সংকট অবলম্বনে)
Make sure you enter the(*)required information