পরিবার মানে, পরম সুখের আবাসস্থল পৃথিবীর সবচেয়ে সুমধুর দুটি শব্দের তরঙ্গের উৎপত্তিস্থল মা বাবা।পরিবার মানে ,সুখ দুঃখ ভাগাভাগি করা নিরাপদ আস্থার জায়গা।। পরিবার মানে,যা প্রকাশ করা যায় না নির্দিধায় অন্য কোথা। একে অপরে ভালোবেসে হৃদ্যতাপূর্ণ সুসম্পর্ক বজায় রেখে পাশে থেকে সহযোগিতা করা ।। পরিবার মানে, আনন্দ যেমন আছে,তেমনি বেদনার ও অস্তিত্ব থাকে।।পরিবার মানে, একে অপরের প্রতি রাগ আছে যেমন তেমনি বিরাগ ও থাকে সমান বিরাজমান।।পরিবার মানে, অভিমান থাকে যেমন ,তেমনি খোলা থাকে কম্প্রোমাইজ এর ও অপশন।।পরিবার মানে, স্বার্থ আছে,কিন্তু স্বার্থপরতা যেন কখনো কাউকে না ঘেঁষে।।পরিবার মানে, একে অপরের প্রতি বিশ্বাস যেমন থাকে,অবিশ্বাসের দেয়াল যেন কখনো না গড়ে সহজে একে অপরের মাঝে।। পরিবার মানে, জীবন জীবিকার প্রয়োজনে রিজিকের সন্ধানে কখনো কখনো যদিও হয় দূরে থাকতে, তাই বলে ভুলে থাকা কখনো না সাজে।। পরিবার মানে, মাথার উপর ছায়া নিরাপত্তার চাদরে ঢাকা। পরিবার মানে,অনিরাপদবোধ এর থাকেনা তেমন আশংকা।।পরিবার মানে, জীবন মৃত্যুর মাঝখানে কিছুটা সময় সুখের ছোঁয়া সবার সাথে হেসে খেলে পার করা।পরিবার মানে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাথার পাশে বসে কোরআন তেলাওয়াত করা, মহান আল্লাহর কাছে দুই হাত তুলে মোনাজাতের মাধ্যমে করা দোয়া ।।পরিবার মানে, যে কোন ধরনের বিপদ আপদে ভেঙ্গে পড়া সময়ে মনে শক্তি জাগিয়ে দেয়ার অনুপ্রেরণা।।পরিবার মানে, মা বাবা ভাই বোন পরম সুখের উদ্যান।মা বাবার দোয়ার বরকত ও তাঁদের সাজানো বাগান।।যেখানে ছোট বড় কেউ কারো প্রতি করেন না বিরূপ আচরণ। স্ব স্ব স্থানে পাওনা যে যার যোগ্য অধিকার ও দেয়া তাঁর যথাযথ প্রাপ্য সম্মান।। পরিবার মানে,সুখে দুঃখে একে অপরের খোঁজ খবর রাখা খুব ভালো থাকার মাধ্যম। পরিবার মানে,যেখানে থাকেনা একে অপরের প্রতি বৈষম্যমূলক আচরণ।।পরিবার মানে, পরিবার ছাড়া অসম্ভব মানব জাতির জীবন ধারণ।মানুষ একা বাস করতে পারে না যেমন, তেমনি পরিবারের ই থাকে অবদান ,দেয় তার অস্তিত্বের শেখড়ের সন্ধান।।পরিবার মানে, থাকবে সুদিন কিংবা কখনো কখনো আসতে পারে দুর্দিন ,তাই বলে কেউ কাউকে ছেড়ে যায় না ছিন্ন হয়না কখনো রক্তের বন্ধন।। কখনো কখনো পরিবারের ভীত নড়ে বড়ে হয়ে যায় যদি হারিয়ে যায় পৃথিবীর চিরাচরিত নিয়মে পরিবারের কেউ একজন ।ঠিক যেমন নীড় হারা পাখি ও গৃহহীন হয়ে যায় প্রকৃতিতে আসে ঝড় তুফান যখন।।বৈশাখী ঝড় শেষে পাখিরা আবার নিজ হাতে নতুন বাসা করেন বুনন যেমন,তেমনি পরিবার ই ভালোবাসা ,ভরসা জীবনের প্রয়োজনে প্রতিটি ক্ষণ যতক্ষণ না আসে মরণ।।পরিবার মানে, সুদৃঢ় রক্তের বন্ধন মা বাবা ভাই বোন।পৃথিবীর আদি থেকে অন্ত এভাবেই চলে আসছে চিরাচরিত নিয়ম।। খাতুন রওনক আফযা ( রুনা)২/৬/২০২২
Make sure you enter the(*)required information