বাবা মানে, শৈশবে একটু একটু বুঝতে শেখার পর আঙুলে আঙুলে নরম কোমল হাতের স্পর্শের যেন বাবাকে বাবা বলে চেনার অনুভূতির টের পেলাম।বাবা মানে, দায়িত্ব পালন পরিবারের সদস্যদের ভরণপোষণ। বাবা মানে, সন্তানদের জন্য আদর,ভালোবাসা তাঁর এক পৃথিবী আকাশ সমান। মাপা যায় না পরিমাণে পরিমাপ যন্ত্রে যার পরিমাণ।।বাবা মানে, সন্তানদের জন্য দোয়ার ঢালি অফুরান।বাবা মানে ,শৈশবে তাঁর হাত ধরে প্রথম হাঁটতে শেখার পড়ে প্রয়োজন।।বাবা মানে , তাঁর হাত ধরেই প্রথম বর্ণমালা অ ,আ, ক, খ লিখতে শিখন। বাবা মানে , অক্লান্ত পরিশ্রমে ও নুয়ে না পড়া মানুষটি, পরিশ্রমেই যেন তাঁর তৃপ্তি একটু একটু বড় হয়ে হাটি হাটি পা পা করে তাঁর সন্তান যখন। বাবা মানে ,তপ্ত দুপুরে একটুকরো মেঘের আনাগোনা মাথার উপর স্বস্তির ছায়া যেমন ।বাবা মানে ,তাঁর সন্তান থাকেন যেন দুধে ভাতে মাছ মাংসে বাহারি ফলে চেষ্টা আপ্রাণ।বাবা মানে ,সন্তান তাঁর অনেক ভালো থাকুক আজীবন, যতই হোক কষ্ট তাঁর নিজের নিদারুণ।।বাবা মানে, প্রতি ঈদে চাইনা তাঁর জামা জুতো নুতন।বাবা মানে, যা আছে তাই দিয়েই হাসিখুশি পার করে দেয়া যে কোন অনুষ্ঠান। বাবা মানে, করতে হবে চাওয়া পাওয়া সবার আবদার পূরণ তিনিই যে পরিবার প্রধান।।বাবা মানে, মহান আল্লাহর কাছে সদা দোয়া চাওয়া সুশিক্ষায় আলোকিত মানুষ হোক তাঁর প্রতিটি সন্তান।বাবা মানে ,থাকুক না থাকুক পর্যাপ্ত অর্থ তাঁর তবু সন্তানদের চাহিদা পূরণে সক্ষম প্রয়োজন যার যেমন।।বাবা মানে, নিঃস্বার্থ ভালোবাসার উৎকৃষ্ট উদাহরণ, পৃথিবীতে আছেন শুধু এমন একজন। বাবা মানে ,সন্তানদের জন্য দোয়া অবিরাম যতক্ষণ আছে দেহে প্রাণ।।বাবা মানে ,বয়সের ভারে নুয়ে পড়া তবু নেই তাঁর অবসর গ্রহণ, থেকে সংসার জীবন। বাবা মানে, সদা চিন্তা সন্তানরা কে কোথায় আছেন কেমন।।বাবা মানে, জানতে চাইলে আছেন কেমন? "আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল " যেমন ই থাকুন উত্তর আসে এমন।।বাবা মানে, অপেক্ষার প্রহর গুনতে থাকা জীবনের প্রয়োজনে জীবিকার তাগিদে দূর দূরান্ত থেকে সন্তানরা আসবেন আবার কখন। দেখবেন মন ভরে দোয়া করবেন মহান আল্লাহর কাছে প্রাণ খুলে যেন সন্তান তাঁর থাকেন আজীবন সুস্থ সুন্দর এমন।বাবারা এমনই শুধু দিতেই থাকেন , বিনিময়ে চান সন্তান তাঁর সুশিক্ষায় আলোকিত মানুষ হোক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠুক ব্যক্তি হিসেবে আদর্শবান। বাবা মানে,যাঁকে মহান আল্লাহ সৃষ্টি না করলে পৃথিবীর আলো দেখতেন না তাঁর সন্তান।বাবা মানে, সন্তানদের জন্য এক জীবনে শোধ হবার নয় কখনো যাঁর অবদানের ঋণ। খাতুন রওনক আফযা ( রুনা)২০/৬/২০২২
Make sure you enter the(*)required information