শুভ চিন্তা মুমূর্ষের কাতারে কখনোদুঃখগুলো রঙিনার ফুলঝুরি আঁকেঅসীম শূন্যতা; বোধ বন্দি কারাগারে অনন্ত অনঙ্গে বাজে সহস্র ফেরারিনির্জন সমুদ্রে কাটে অবেলার দুখকেউ দেখে ? অতৃপ্তের বুকের অসুখ !বাড়ে জীবন অচীন তলের মুখরায়কর্মালয়ে কিছু লোক পরোক্ষ সীমার সীমায়তনের মাঝি দুরারোগ্যে পিষ্টসমুদ্র বিলাসী মন তবুও তন্বিষ্টবুকের জমিনে জমে ক্ষয় আর ক্ষয়কবে মিলবে মানুষ ? সত্যদীপ্ত মন !অদৃষ্টের হাতছানিতে আসুক আনন্দবিভাবন- কালে জাগো দৃপ্ত জয়োল্লাস।
Make sure you enter the(*)required information