জলের নূপুর চেয়ে চিনেছি শ্যাম-শ্যাওলার স্বপ্নগ্রীবাঅপরিণত ইশারা বিরহের ডোরে বাজায় সুরের বীণাজলের ভেতর ডুব দিয়ে দেখি ইতিবৃত্তে আদিম খোলসপ্রগাঢ় অন্ধকারেই নেমে আসে বিন্দু বিন্দু শিশিরজলকতজল কতদিকে গড়ায় কেউতো দেখেও তা দেখে নামানুষের দৃষ্টি শুধু বিভ্রমের ঝাপসায় থাকে শুধু বিবমিষামানব ঘরে জলের জোয়ার ঠাঁই করেছে লবণাক্ত ভোরমগজের গভীরেই বহুবিধ জিজ্ঞাসা ঘাই মারে অনায়াসেআজো মেলেনি উত্তর কেন তিনভাগ জল একভাগ স্থল?পৃথিবী পৃষ্ঠের মান চিত্রের মতোই সবাই দেখে উপরিস্তরকতটুকু জল আছে স্নায়ুর তন্ত্রে জানেনি তার অভ্যন্তরবিবিধ দর্শন সূত্র -সীমা খুঁজতে শেষ- অসমাপ্ত খেলাঘর!#ছাব্বিশ_শ্রাবণ_১৪২৮#দশ_আগস্ট_২০২১
Make sure you enter the(*)required information