তোমাকে বন্ধুর মতো ভালবাসি ভালবাসিতোমার কণ্ঠতে সম সঙ্গীত শুনতে চাই!শ্রাবণের ভেলা ভরে উঠুক একলব্যে নিমন্ত্রণ বরাদ্দ তোমার জন্যে।কদমফুল হোক কিংবা জারুলকিংবা সোনালু অথবা শিউলির শান্ত পাপড়ির দোল ঝরেনি আজো নির্মেদ হয়ে আছো মনসিজ উঠানে!তুমি সংশপ্তক হয়ে সুখ বয়ে আনোকালের ঝিকমিক শৈল্পিক ওঠোনেগাছের পাতারা দেখো কত রূপকল্পরূপালি জলের ধারে ভাসায় চিত্রকল্প!তুমি জানো! তুমি সুখময় ! তুমি আনন্দময়! কামনার অপ্সরীর তুল্য মোহনীয়ময়!তুমি ধ্যানমগ্ন মন সৌন্দর্য তত্ত্বের নিকটজন!ঠিকই ভেবেছিলাম দখল করে ছাড়িবে বহুকিছু আমার ভাবনরাজ্য তনুমন! তুমি মৃৎপাত্রে লিখছো অভিমান পত্রজ্বলে ওঠো জনমরুপথে তুমিই সর্বত্র !
Make sure you enter the(*)required information