আহবান ছাইফুল হুদা ছিদ্দিকী। (চুনতি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র ছাত্রী সমিতির মেলবন্ধন হোক সায়হান আমার লেখার চেষ্টা) সতীর্থদের বন্ধনের স্পন্দন, স্মৃতিময় প্রীতিময় উৎসবে। চুনতি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে, হলো এক অনন্য মেলবন্ধন। নবীন প্রবীণদের সম্মিলন, সৌর্হাদ্য,পরিচিতি, সেতুবন্ধন , প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের একতা, ষাট বৎসরের নব জাগরণ । একসাথে পথচলা আয়োজন স্মৃতিময় সেই সোনালী সময় । প্রিয়তু চুনতি উচ্চ বিদ্যালয়। হোক আলোকিত সায়হান। ছাইফুল হুদা ছিদ্দিকী , ব্যাচ ১৯৮২।
Make sure you enter the(*)required information