পরিপূরক###কালি ছাড়া যেমন মূল্যহীন কলম,তেমনি যতক্ষণ আছে কলমে কালি কলমটি ততক্ষণই কিন্তু মূল্যবান।পরিপূরক তাই একে অপরে কালি ও কলম।।তেমনি জীবনের প্রতিটি ক্ষেত্রে স্বামী, স্ত্রী ও একে অপরের পরিপূরক করতে অতিবাহিত জীবনের প্রয়োজনে যাপিত জীবন ধারণ। একটি পরিবার পুরোপুরি পরিপূর্ণতা লাভ করে সব ক্ষেত্রে পরিপূর্ণ হয়ে ওঠে যদি থাকে দুজনের সমান অংশগ্রহণ।।সৃষ্টিকর্তা স্বয়ং প্রাণী জগতের সর্বময় সর্বক্ষেত্রে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায় এমন।দিবা রাত্রি সৃষ্টিকর্তার কি অপূর্ব সৃষ্টি! যদি করি গভীর ভাবে উপলব্ধি। তারা দু'জনের মধ্যে কেউ একজন একা কখনো পারে না ঘটাতে দিনের কার্যক্রমের মাধ্যমে পরিপূর্ণ দিন একটি। নতুন দিনের সূর্যের আলোয় আলোকিত হয় যেমন দিন প্রতিটি,তেমনি আবার সন্ধ্যা ঘনিয়ে এলে অন্ধকার রাতের আকাশে আলো ছড়াতে রাতেরবেলা আকাশের বুকে চাঁদ দেয় উঁকি॥চাঁদ ও সূর্যের এই মাখামাখি যৌথ অংশগ্রহণের ফলেই কিন্তু পরিপূর্ণ দিন একটি! সত্যিই তারা একে অপরের পরিপূরক নয় কি? স্বামী ও স্ত্রী যেমনটি॥অপূর্ণতা রয়ে যায় যেমন জল ছাড়া খাল- বিল, পুকুর,সমুদ্র, নদী !তেমনি পুকুর,ডোবা ,নদীর জল যদি যায় শুকিয়ে তবে উপভোগ করতে পারবো কি ? মাছেদের জলকেলি!জল ও মাছ নানান প্রজাতি পরিপূরক এরা একে অপরের নয় কি ?মানবজাতির পঞ্চ ইন্দ্রিয় শক্তি, অক্ষমতা প্রকাশ করে একটি ছাড়া যেমন অপরটি! তেমনি সংসার জীবনে পরিপূরক একে অপরে স্বামী ও স্ত্রী॥শ্বাস প্রশ্বাস নিতে সমান ভূমিকা পালন করে যেমন দুই ছিদ্রের এক নাসিকা।তেমনি আবার এক হাতে যায়না করা কাজ সহজে দুই হাত ছাড়া॥অচল যেমন এক পা ছাড়া অন্য পা ,তাই চলতে ফিরতে দুপায়ের ই তেমন প্রয়োজন থাকা জরুরী সুস্থতা।উপভোগ করা যায় না কিন্তু পরিপূর্ণ সৌন্দর্য কতোটা দু'চোখ ছাড়া ! দেখতে কি অপূর্ব অপরূপা এক চোখ বন্ধ করি যদি সৃষ্টি জগতের মায়াময় পৃথিবীটা॥পরিপূরক এভাবে একে অপরে সবকিছুই সৃষ্টির সৌন্দর্য প্রতিটা। প্রাণীকুল ও মানবজাতির কল্যাণে একে অপরের পরিপূরক হিসেবে এভাবে কি নিপুণভাবে সবকিছু সৃষ্টি করেছেন সৃষ্টি জগতের পালনকর্তা সৃষ্টিকর্তা॥
খাতুন রওনক আফযা( রুনা) ২৬/৯/২০২২
Make sure you enter the(*)required information