রত্নপ্রসবীনিপ্রিয় চুনতি।####
আলহামদুলিল্লাহ তোমার কোলে জন্ম নিয়েছে অসংখ্য অগণিত আলোকিত উজ্জ্বল নক্ষত্র কীর্তিমান গর্বিত জ্ঞাণীগুনী।কোন বিশেষণে ভূষিত? কি নেই? দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এর শিক্ষক থেকে শুরু করে সরকারি প্রশাসনের প্রতিটি স্তরে স্তরে তোমার রয়েছে অহংকার করার মত অগনিত সুশিক্ষায় শিক্ষিত উচ্চ ডিগ্ৰিধারী। ফসলের মাঠে স্বল্প জ্ঞানে ও শিক্ষিত সমৃদ্ধ কৃষক থেকে শুরু করে, জাতীয় ক্ষেত্রে স্বমহিমায় মহিয়ান শিক্ষক,প্রফেসর, ম্যাজিষ্টেট, ডাক্তার, ইন্জিনিয়ার, ব্যাংকার এবং জাতীয় পর্যায়ে বিভিন্ন বিষয়ে স্বীকৃতি প্রাপ্ত গবেষক অসংখ্য ডিগ্ৰিধারী পি. এইচ. ডি।প্রিয় চুনতি, তুমি প্রকৃতির অপরূপ সৌন্দর্যের লীলাভূমি।প্রিয় চুনতি, তুমি পীর আউলিয়ার পূণ্যভূমি।প্রিয় চুনতি, তোমায় ধন্য করেছেন তাঁর উত্তরসূরী হিসেবে অন্যতম প্রিয় খলিফা দক্ষিণ চট্টগ্রামের আলেমকুল অলিকুল শিরোমণি হযরত শাহ আল্লমা নযীর আহমদ (রহঃ) এর মতোন সুযোগ্য উত্তরসূরী শরিয়ত তরিকত প্রচারণায় সুদূর ভারতবর্ষ থেকে আগত প্রখ্যাত আধ্যাত্মিক সাধক শাহ সূফী হযরত হামেদ হাসান আজমগড়ী (রহঃ) ।প্রিয় চুনতি, তুমি ধন্য তোমার বুকে প্রচলন রয়েছে মহান আল্লাহর পক্ষ হতে প্রেরিত মানব জীবনের পূর্ণাঙ্গ ইসলামী জীবন বিধান আল কোরআন এর শিক্ষা ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাদর্শ ব্যাপক প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯৭২ ইংরেজি ১২ই রবিউল আউয়াল থেকে অদ্যাবধি ঐতিহাসিক আন্তর্জাতিক পবিত্র মাহফিলে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৯দিন ব্যাপী। যেখানে দেশি বিদেশি আলেম উলামা মাশায়েখ তাঁদের উপর অর্পিত নির্দিষ্ট বিভিন্ন বিষয়ের উপর ওয়ায়েজ এর মাধ্যমে আলোচনা করেন ১৯ দিন ব্যাপী দিন প্রতিটি। যার সমাপ্তি ঘটে ২০তম দিবসের প্রথম প্রহরে ফজরের নামাজের আগে লাখো মুসল্লির সমাগমে মোনাজাত আখেরি।প্রিয় চুনতি , তোমার বুকে জন্ম নিয়েছে আশেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিকুল শিরোমণি মুজাদ্দেদে মাহফিলে সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রবর্তক আলহাজ্ব শাহ্ মাওলানা হাফেজ আহমদ (রাহঃআঃ) প্রকাশ (শাহ্ সাহেব কেবলা চুনতি) ।প্রিয় চুনতি, তোমার বুকে স্বগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে লাল মাটির পাহাড় চূড়ায় কয়েক শ'বছর আগের সেই ১৮১০সালে প্রতিষ্ঠিত চুনতি হাকিমিয়া কামিল মাদ্রাসা ঐতিহ্যবাহী।প্রিয় চুনতি, তুমি পিছিয়ে নেই জ্ঞান অর্জনের ক্ষেত্র তৈরিতে উচ্চ শিক্ষার জন্য আরো গড়ে উঠেছে তোমার বুকে শিক্ষা প্রতিষ্ঠান অগনিত,তার মধ্যে অন্যতম চুনতি সরকারি মহিলা কলেজ, চুনতি উচ্চ বিদ্যালয়, চুনতি হাকিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চুনতি ফাতেমা বতুল মহিলা সিনিয়র মাদ্রাসা , সুশিক্ষায় আলোকিত মানুষ গড়ার জন্য যা অনুকরণীয় আদর্শ দক্ষিণ চট্টগ্রামে একমাত্র পরিচিত ঐতিহ্যবাহী।প্রিয় চুনতি, তুমি মেধা মননের দিক দিয়ে কয়েকশ'বছর আগে থেকেই এগিয়ে শিক্ষা সংস্কৃতি।প্রিয় চুনতি, তোমার বুকে জন্ম নিয়েছে অসংখ্য কিংবদন্তি , যার বিনিময়ে পেয়েছি কবি সুফিয়া কামাল কালজয়ী বাংলা কবিতার প্রজাপতি।খ্যাতনামা নৃত্য শিল্পী ও প্রতিষ্ঠাতা কলকাতা কৃষ্টি কেন্দ্রের জনাব বুলবুল চৌধুরী এবং প্রখ্যাত ব্যক্তিত্ব ব্যান্ড দলের তিন সহোদর জনাব নকীব খান সহ জীবন্ত কিংবদন্তী। প্রিয় চুনতি , বাংলাদেশে একমাত্র গ্ৰাম ভিত্তিক নিজস্ব ওয়েবসাইট তথ্য প্রযুক্তির কল্যাণে নিবেদিত প্রাণ দুই সহোদর ww.chunati.com কাজী লতিফুল ইসলাম, কাজী শরিফুল ইসলাম জীবন্ত কিংবদন্তী যার উদ্ভাবনী। প্রিয় চুনতি, চুনতির ঐতিহ্যবাহী পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত স্থান, কৃষ্টি ,কালচার ,শিক্ষা শতাব্দীর পর শতাব্দী ধরে রাখতে এবং আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে আধুনিক প্রযুক্তিনির্ভর পাঠাগার " চুনতি লাইট হাউস" প্রতিষ্ঠানের কর্ণধার খান বাড়ি। প্রিয় চুনতি,এলাকার জ্ঞাণীগুনী ব্যাক্তি ছাড়া ও এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে নারী জাগরণের অগ্রদূত তোমার বুকে জন্ম নেয়া গর্বিত চুনতিয়ানের বধূ বাংলাদেশের প্রথম মহিলা চার্টার্ড একাউন্টেন্ট মিসেস সুরাইয়া জান্নাত পুত্রবধূ ঐতিহ্যবাহী খান বাড়ির তোমায় পেয়ে মোরা ধন্য এবং গর্ব করি।প্রিয় " চুনতি " রত্নগর্ভা রত্নপ্রসবীনি তুমি।। প্রিয় চুনতি,তোমার বুকে জন্ম নিয়েছে আলোকিত উজ্জ্বল নক্ষত্র কীর্তিমান গর্বিত চুনতিয়ান চুনতির ইতিহাসে কয়েকশো বছরের মধ্যে এমন একজনের জন্ম হয় জাতীর সূর্য সন্তান , গণতান্ত্রিক বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সাবেক সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন (বীরবিক্রম)।প্রিয় চুনতি, তোমার বুকে জন্ম নিয়েছে অসংখ্য আলোকিত উজ্জ্বল নক্ষত্র গর্বিত চুনতিয়ান, বিশ্বের সবচেয়ে পুরাতন নিঃস্বার্থ সংগঠন হিসেবে সমাদৃত সমাজে সুবিধাবঞ্চিত এবং আর্ত মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ রোটারি ইন্টারন্যাশনাল এর অসংখ্য কর্মবীর রোটারিয়ান। প্রিয় "চুনতি " রত্নগর্ভা রত্নপ্রসবীনি তুমি।
খাতুন রওনক আফযা( রুনা )৮/১০/২০২২
Make sure you enter the(*)required information