সীরতের পেন্ডেল ধর্মপ্রিয় মুসলমানে ভরপুর
আত্মার সাথে সম্পর্কের এই সীরত ময়দান
ডাকছে আমায় হাতছানি দিয়ে অনবরত
ধর্মের অমিয় বাণী শুনে ক্রন্দিত অজ্ঞাত মন
দূরদূরান্তের নবীপ্রেমী, কুরআনের পাখির সুর
টানছে আমায় সুগন্ধিময় সুশোভিত ঐ পেন্ডেল
পরিচিত অনেকের চেনা সেই মধুর সুর শোনে
বড্ড আত্মকেন্দ্রিক অনুভব করে চোখে ফেলি জল
আজ নয় কাল করতে করতে ১৫ দিন চলে গেল
ভেবেছিলাম শেষ জুমায় অন্তত স্বাক্ষাৎ দিব
সে সুযোগও হলো না এভাবে চলে গেল ৫টা বছর
হয়তো কোন একদিন প্রিয় সীরতের সুবাতাস নিব।
(৫২ তম ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী সঃ চুনতী)
২২.১০.২০২২
Make sure you enter the(*)required information