#বেড়াজাল#শক্তি আর ক্ষমতা আছে বলেই তা সব জায়গায় প্রয়োগ করা উচিত না। পৃথিবীতে কে কখন যে ,কোথায় আটকে গিয়ে মাটির তৈরি মানুষ মাটির সাথে মিশে যায় তা কিন্তু আমরা কেউ বলতে পারি না॥সুযোগের অপব্যবহার, অহংকার আর দাম্ভিকতা যে কারোর ই জন্য পতনের লক্ষণ। অতীতের ইতিহাস বলে, আজ হোক কাল হোক ঘটবেই তা শুধু সময়ের প্রয়োজন॥কেন ? কিসের জন্য লোভে পড়ে গিয়ে মিছে সব নিজেদের মধ্যে ক্ষতিকর এতো আয়োজন! ক্ষণস্থায়ী জীবনে অস্থায়ী পৃথিবীতে সম্পদের মোহে পড়ে অহংকারী না হয়ে দাম্ভিকতা না দেখিয়ে সহনশীল হওয়া প্রয়োজন। বলা তো যায় না দাঁড়াতে হবে গিয়ে কার দরজায় কাকে কখন॥ কারণ কার দিন কিভাবে কেমন যায় সৃষ্টিকর্তাই একমাত্র ভালো জানেন।মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ছোট বড় ধনী গরীব সাদা কালো ভেদাভেদ কেন এতো অকারণ? এই পৃথিবীতে পরিস্থিতির বেড়াজালে আটকে পড়ে ধ্বংস হয়ে গেছে কত বড় বড় পালোয়ান! ইতিহাস ই তার সাক্ষী প্রমাণ এবং উৎকৃষ্ট উদাহরণ। সৃষ্টির সেরা জীব মানুষ জাতি আমরা কেন দিতে পারি না উদাহরণ ? অধিকারী মোরা মহৎ প্রাণ। সাক্ষী হিসেবে রয়ে গেছে অতীতের অনেক ইতিহাস, যা করা যাবেনা কখনো ইতিহাসের পাতা থেকে মোচন। যে লেখা আছে থাকবে ইতিহাসের পাতায় পাতায় চির অম্লান॥ কালের পরিক্রমায় প্রজন্ম থেকে প্রজন্ম সেই ইতিহাস কিন্তু কোন না কোন ভাবে একটা সময় ঠিক জানবেন॥অস্থায়ী দুনিয়াতে নিজেকে বেড়াজালে আটকে না রেখেএকে অপরের সাথে সৌহার্দ্যপূর্ণ সুসম্পর্ক বজায় থাকুক আজীবন। এতে একে অপরের সাথে বাড়বে বৈ কমবে না এতটুকু সম্মান॥ খাতুন রওনক আফযা ( রুনা ) ২১/১০/২০২২
Make sure you enter the(*)required information