জনম দুঃখী টোকাই মোরাকপাল মন্দ টোকাই মোরা পথে পথে শিশি বোতলছেঁড়া কাগজ কুড়াইমোরা টোকাই, মোরা টোকাই।কোথা হতে আসি মোরাকোথায় ভেসে যাইতার ঠিক ঠিকানা নাই,মোদের ঠিক ঠিকানা নাইমোরা টোকাই, মোরা টোকাই।ছেঁড়া কাপড় গাঁয়ে দিয়েহাঁড় কাপানো শীত কাটাইমোরা শীতের রাত কাটাই,বাদলা দিনে ঝুপরি ঘরেশুয়ে শুয়ে পানি খাইআগুন ঝরা দুপুর বেলায়মোরা ভাঙ্গা শিশি আরছেঁড়া কাগজ কুড়াইমোরা টোকাই।রাত যেখানে শুই সেখানে সহায় সম্বল নাইরাতের ঘুম হারাম করেমশার কামড় খাইআমরা টোকাই ।দিনভর যা কামাই করিতাই দিয়ে আহার করিযে দিন মোদের কামাই নাইসে দিন মোদের আহার নাই।অসুখ বিসুখ হলে মোদেরমরন ছাড়া উপায় নাই,মোরা টোকাই, মোরা টোকাই ।জনগন আছেন যারাসম্পদ শালী আছেন যারাএকটি বার কি দেখবেন তারাকেমন করে পশুর চেয়েওঅধম জীবন কাটাই মোরামাঝে মাঝে ক্ষিধের জ্বালায়ফেলে দেয়া খাদ্য খায়।আদর করে ডেকে মোদেরখাদ্য দেবার কেউত নাই ।মোদের বয়সের ছেলে মেয়েহেসে হেসে পড়তে যায়তাদের দেখে মোদের মনটাওতাদের সাথে ...... যায় ।ইচ্ছে আছে উপায় নাই আশা আছে সম্বল নাইআমরা টোকাই।এ জীবনের মুক্তি চাইসুন্দর ভাবে বাচতে চাইমোরা টোকাই।শেষ মিনতি খোদার কাছেহে খোদা দয়াময়,মোদের জীবন পথেই শুরুশেষটা যেন পথেই না যায়এটাই মোদের মিনতিএটাই মোরা চাইআমরা টোকাই, আমরা টোকাই।
Make sure you enter the(*)required information