চুনতীর আবহমান্ঐতিহ্য ও সাংস্কৃতি হালকা,চটুল রসিকতার(মজাক)ধারক।এটা সুদীর্ঘকাল থেকে আনুষ্ঠানিকতা ও আচার আচরনে পরিদৃশ্যমান অতিজ্ঞানী ভাই ড: ফারুকের ভাষায় ফিৎরতকা হিসসা যিনি ৬৮ বৎসর বয়সে ডোলি ও মাইয়তের তুলনামুলক আলোচনা করেন।এই অতির একটা ব্যাখ্যা আছে--হায়দরাবাদের নিজাম সম্ভবত ওসমান আলী খান ভারতের অন্যান্য করদ রাজাদের ছোটখাচ জমিদার মনে করতেন ফলে নিজেকে মহামান্যের চেয়ে অতিমান্য অভিধায় ভুষিত হতে চাইতেন তাাঁরনিজস্ব সেনাবাহিনী ছিল এই ধনাঢ্য ব্যক্তি হীরের পেপারওয়েট ব্যবহার করতেন।চুনতী সমিতি ঢকার অনুষ্ঠানে জেনারেল আবেদীনের সাথে দেখা-একরেলা খাওয়ার জন্য চট্টগ্রাম থেকে ঢাকা?অপ্রস্তুত করার প্রশ্ন কিন্তু অপ্রস্তুত হলাম না।আমাদের খাওয়াদাওয়ার অনেক পরে সে এসে আমাকে খরর দিয়ে খেতে বসল তার উদ্যেশ্য হল আমাকে দ্বিতীয় ভোজনে শামিল করে ভোজনরসিক প্রমান করা ফাঁদে পা দিলাম না।এটা আমাদের সর্বশেষ রসিকতা অসুস্থতা ও গুরুদায়িত্বের চাপে বাচ্চু চুনতীর এই মহার্ঘ ট্রেন্ড ভুলে গেছিল,এর পরের দেখা অনেকটা ফরমাল ও লৌকিকতা পুর্ন ছিল।মেরে মেহেবুব জমানেমে কুই তুঝসা কাঁহাফুল মুরছায়ে বাহারোঁকি খেজা ছাইয়ি হেজিন্দেগি দরদেকি বাহুমে ছিমঠ আয়ি হে
Make sure you enter the(*)required information